বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

সিরাজগঞ্জে বিনামূল্যে মহিলা উদ্যোক্তাদের কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন -এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত

আজিজুর রহমান মুন্না, , সিরাজগঞ্জঃ / ২০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জে বিনামূল্যে মহিলা উদ্যোক্তাদের কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক -এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপপরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা।

বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ শহরের এসএস রোডস্থ এফ,এম কমপ্লেক্সে হোয়াইট মার্ক কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে- জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মনোনীত ৩০ জন মহিলা উদ্যোক্তা কম্পিউটার সার্ভিসসিং এন্ড রিপেয়ারিং ও মোবাইল সার্ভিসসিং এন্ড রিপেয়ারিং প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। এ প্রশিক্ষণ ৬০ কর্মদিবস (৩ মাস) হবে।

উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ (২য় সংশোধিত) প্রকল্পের আওতাভূক্ত ৬৪টি জেলা শহরে উক্ত প্রশিক্ষণের অর্থায়নেঃ মহিলা বিষয়ক অধিদপ্তর, বাস্তবায়নে হোয়াইট মার্ক কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট সিরাজগঞ্জ এবং সমন্বয়েঃ প্রিন্স ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি এন্ড হাসপাতাল লিমিটেড সাভার ঢাকা।

এ প্রশিক্ষণ অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আহসান হাবিব খোকা , সাবেক কলেজ ছাত্রলীগ নেতা রাজু আহমেদ প্রমুখ।

এ সময় উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের প্রোগ্রাম অফিসার ফাহিম আল আশরাফ, ক্রেডিট সুপার ভাইজার বাবুল আক্তার , আবু হাছিব মল্লিক সহ হোয়াইট মার্ক কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক মোঃ সাইফুল ইসলাম, কোর্স কো-অডিনেটর মোঃ আরিফুল ইসলাম সহকারে ট্রেনিং ইনস্টিটিউট এর অন্যান্য প্রশিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর