মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা উল্লাপাড়ায় বোরো ধান কাটার উৎসব গরমে পুড়ছে যশোর বেনাপোলে ভাঙ্গুড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কাজিপুরে বিধিবহির্ভূতভাবে প্রাথমিকের বই বিদ্যালয়ের বিক্রি  ভাঙ্গুড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জের সলঙ্গায় কলেজে ভাংচুর ও লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আ.লীগ নেতা কর্তৃক বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় ৬৫ বছর পর মসজিদের সম্পত্তি উদ্ধার উল্লাপাড়ায় গাঁজা ও ফেন্সিডিলসহ ৫ জন গ্রেফতার

সিরাজগঞ্জে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৩১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৫ জুন, ২০২৩

সিরাজগঞ্জ জেলার ২০ জন   মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে  শিক্ষাবৃত্তির চেক   ১ম বর্ষের ৯ জন এবং ২য় বর্ষের ১১ জন শিক্ষার্থীদের হাতে প্রত্যেককে ১২ হাজার টাকা করে চেক বিতরন করা হয়েছে।

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র  উদ্যোগে  বাস্তবায়িত শিক্ষা সহায়তা কর্মসূচির আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে

রবিবার ( ২৫ জুন)   জেলা শিক্ষা অফিস, সিরাজগঞ্জের সভা কক্ষে  উক্ত অনুষ্ঠানের  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আফছার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মনিটরিং অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সিরাজগঞ্জ মোঃ আব্দুল্লাহ আল ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য প্রদান করেন এনডিপির ক্রেডিট সাপোর্ট প্রোগ্রামের পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ।

অনুষ্ঠানে  সভাপতি তার স্বাগত বক্তব্যে এনডিপির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে এনডিপির শিক্ষা সহায়তা কর্মসূচি এবং পিকেএসএফ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের জীবন সুন্দর ভাবে গড়ে তোলার জন্য লেখাপড়ার পাশাপাশি সৎ চরিত্র গঠনের বিষয়টির দিকে খেয়াল রাখার জন্য উপস্থিত সকলের দৃষ্টি কামনা করেন। শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন বেলকুচি ডিগ্রি কলেজে এইচএসসি ২য় বর্ষের ছাত্রী হুমায়রা নাজনিন শিফা ও সরকারী আকবর আলী কলেজে অধ্যয়নরত এইচএসসি ২য় বর্ষের ছাত্র আশুতোষ চন্দ্র মাহাতো তারা বলেন এনডিপির সহযোগিতায় এবং পিকেএসএফ এর অর্থায়নে এই শিক্ষাবৃত্তির টাকা তাদের জীবনে এবং পরিবারের অনেক সহযোগিতা করছে। এই টাকা দিয়ে তারা প্রযোজনিয় বই ক্রয় করছে, ভর্তির জন্য টাকা দিতে পারছে, এছাড়া শিক্ষা খাতে খরচ করতে পারছে বলে উপস্থিত সকলকে অবগত করেন। তা না হলে অনেকের বই ক্রয় করা বা ভর্তি হতেই পারত না বলে আশুতাষ মাহাতো কান্নায় ভেঙ্গে পড়েন। সে ভবিষ্যতে বৈঙানিক হতে চায়। উক্ত অনুষ্ঠানে অতিথি বৃন্দ এনডিপির শিক্ষা সহায়তা কর্মসূচি এবং পিকেএসএফ এর শিক্ষা খাতে বিনিয়োগ করার জন্য প্রশংসা করেন। সেই সাথে এই কার্যক্রমটি চলমান রাখার জন্য এবং এর পরিধি বৃদ্ধি করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন। পরিশেষে শিক্ষার্থীদের সুন্দর জীবন গঠন করার জন্য পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন। এই অনুষ্ঠানের মাধ্যমে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে ২০২৩ সালে সিরাজগঞ্জ জেলাসহ, বগুড়া, নাটোর,পাবনা এবং কুড়িগ্রাম জেলার বিভিন্ন কলেজে এইচএসসি ১ম বর্ষে অধ্যয়নরত ১১ জন এবং এইচএসসি ২য় বর্ষে অধ্যয়নরত ও যে সকল শিক্ষার্থী গত ২০২২ সালে শিক্ষাবৃত্তি পেয়েছে এই ১৮ জন শিক্ষার্থীদেরকে এ বছরও শিক্ষাবৃত্তির চেক বিতরন কার্যক্রম প্রধান অতিথি উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর