শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় নিয়ম না মেনে স্কুলের গাছ কর্তন

নিজস্ব প্রতিবেদক : / ৪৩৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গায় নলকা ইউনিয়নের চকমনোহরপুর একে আজাদ উচ্চ বিদ্যালয় বন্যাশ্রয় কেন্দ্রের ১টি ইউক্যালিপটাস গাছ ও ১টি মেহগনি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে।

এছাড়াও আনুমানিক ২০ হাজার টাকা মূল্যমানের এই বিক্রি করা হয়েছে মাত্র ১৩ হাজার টাকায়। কোনো নিয়ম কিংবা কোনো টেন্ডার আহ্বান না করেই এসব গাছ কেটে বিক্রি করা হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) সকালে এ গাছ কাটার ঘটনা ঘটে।

এ বিষয়ে স্কুলটির প্রধান শিক্ষক ফরহাদ আলী ও সভাপতি আবুল কালাম আজাদ একে অপরের দোষারোপ করছেন।

এলাকাবাসী জানান,তার বাবা ঐ স্কুলে সম্পত্তি দান করেছেন।এই কারনে তার পরিবার থেকে ক্ষমতার দাপটে বার বার স্কুলের সভাপতি হয়।আর সে নলকা ইউনিয়নের বিএনপির সভাপতি হওয়ায় তার উপর কেউ কথা বলতে পারে না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ আলী বলেন,স্কুলের সভাপতি স্কুলের কাজের জন্য একটা গাছ কাটার কথা বলেছে। দুইটি গাছ কাটার কথা না।সে আরোও বলেন,গাছ কাটার বিষয়ে রেজিলেশন বা কারুর অনুমতি নেওয়া হয় নাই।

এ বিষয়ে স্কুলটির সভাপতি ও নলকা ইউনিয়নের বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন,স্কুলের গাছ কাটতে কারুর অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করি না। কারন কারুর বাপের সম্পত্তি না যে অনুমতি নিয়ে কাটতে হবে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মণ্ডল বলেন, গাছ কাটার খবর পেয়ে স্থানীয় মেম্বর ও ভূমি অফিস থেকে দুই জনকে প্রতিনিধি করে ঘটনাস্থল থেকে গাছ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর