সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতীর সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমতুল্লাহ খান এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সেলিম রেজা, চণ্ডিদাসগাঁতী রিভারভিউ আইডিয়াল কলেজ এর অধ্যক্ষ বাবু দীপক কুমার ভদ্র, ইউপি সদস্য এস,এম রুহুল আমীন প্রমুখ। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ, এম আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক মোঃ রহমতুল্লাহ খানের দীর্ঘ ১১ বছরের কর্মময় জীবনের উপর আলোচনা করেন অতিথিবৃন্দরা এবং শিক্ষার্থীদের কয়েকজন ।
এসময় অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সহ অন্যান্য সহকারী শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীরা, অভিভাবকদের একাংশ ও শিক্ষার্থীরা, গণ্যমান্য ব্যক্তিবর্গদের অনেকে উপস্থিত ছিলেন।