শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিটি সফল আন্দোলনের পেছনে ছাত্রছাত্রীদের অগ্রণী ভূমিকা ছিল,এম মঞ্জুরুল করিম রনি বশেমুরকৃবি’তে আনন্দ-উৎফুল্লে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কোনাবাড়ীতে তিন ছিনতাইকারী গ্রেফতার রাজস্ব হারাচ্ছে সরকার:ধর্মঘটে দ্বিতীয় দিনেও বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি বন্ধ লালমনিরহাটে জুই হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ- পুলিশের সাথে ধস্তাধস্তি টেন্ডার বাক্স লুটের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন উল্লাপাড়ায় পানি নিষ্কাশনের দাবীতে রাস্তা অবরোধ করে মানববন্ধন আগামী ৭ দিনের মধ্যে হৃদয় এর লাশ পরিবারের নিকট হস্তান্তরের দাবি ভারত থেকে ফল আমদানি বন্ধ

হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবিতে বিভিন্ন দপ্তরে অভিযোগ

রিপোর্টারের নাম : / ১৫৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

আশরাফুল হক, লালমনিরহাট : লালমনিরহাটে হত্যা মামলার সঠিক আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবিতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ন দপ্তরে অভিযোগ ও গণস্বাক্ষর দিয়েছেন এলাকাবাসী। সংঘটিত হত্যা মামলার নথিসহ ৩৪২ জন এলাকাবাসী স্বাক্ষরিত একটি গণপিটিশন লালমনিরহাট প্রেসক্লাব, সরকারের মহাপুলিশ পরিদর্শক পুলিশ সদর দপ্তর ঢাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে অভিযোগ ও গণস্বাক্ষর প্রেরণ করেছেন মামলার বাদী ও এলাকাবাসী। গণপিটিশনে জানা জায়, সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ শেখ এর নেতৃত্বে কুখ্যাত সন্ত্রাসীদের দ্বারা সংঘঠিত হত্যা ও মারাত্বক জখমের বিষয়ে কালীগঞ্জ থানায় রুজুকৃত হত্যা মামলা নং জি আর-২৪৪/২৩ তারিখে ০২/০৮/২০২৩ খ্রিঃ এর সুষ্ঠ ও ন্যায় বিচারের লক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি করেন গণস্বাক্ষরকারীরা। এতে উল্লেখ করা হয় উল্লেখিত হত্যা কান্ডটি অত্যান্ত সুপরিকল্পিত এবং হত্যার নেতৃত্বদানকারী আব্দুর রশিদ শেখ একজন প্রভাবশালী ও ধনাঢ্য ব্যক্তি। তিনি সাবেক ইউপি সদস্য। কালীগঞ্জ উপজেলাধীন ০৭ নং চলবলা ইউপি নির্বাচনে ৭ নং ওয়ার্ডের ইউসি সদস্য পদে নির্বাচন করেন। তার দ্বিতীয় ছেলে শাহ জালাল শেখ বাংলাদেশ পুলিশের এস আই পদে চাকুরি হওয়ার সুবাদে (এডি/এসবি পদে কর্মরত) এলাকায় নানা অপকর্ম ও বিশৃংখলামূলক কাজে আব্দুর রশিদ শেখ এবং তার বড় ছেলে আল আমিন শেখ এর নানা অপকর্মে দৌরাত্ব খুবই বৃদ্ধি পেয়েছে। হত্যা মামলার আসামী আব্দুর রশিদ শেখ ও তার বড় ছেলে আল আমিন শেখ এর নাম মামলা থেকে কেটে দেওয়ার জন্য প্রায় সময় বাদীকে মোবাইল-হোয়ার্টস এ্যাপ-এ কথা বলে অর্থের প্রস্তাব দেয় এবং নাম না কাটলে হুমকিও দেয়। মামলা থেকে নাম না কাটলে হত্যা মামলার আসামি আঃ রশিদ শেখের পুলিশ ছেলে তার বাবা ও ভাইকে এক দিনের জন্যেও হাজতে যেতে দিবে না ও চার্জসীটে তার বাবা ও ভাইয়ের নাম থাকবে না বলে মামলার বাদির সাথে চ্যালেঞ্জ করে। এদিকে, ছুড়িকাঘাতে মারাত্বক জখমের কারণে মৃত নিশ্চিতকল্পে হত্যা হওয়া তাইজ উদ্দিন (৩০) এর মামলায় আব্দুর রশিদ শেখ হুকুমের আসামী এবং তার বড় ছেলে আল আমিন শেখ ৬ নং আসামী। বর্তমানে তারা এলাকায় নেই কিন্তু তাদের বিভিন্ন লোকজনের মাধ্যমে এলাকায় প্রভাকান্ডা ছড়াচ্ছে যে, উক্ত মামলায় তাদের কিছু হবে না। আব্দুর রশিদ শেখ তার দ্বিতীয় ছেলে এস আই শাহ জালাল শেখ বর্তমানে এডিএসবি পদে চাকুরিরত এর মাধ্যমে মহাখালিতে যোগাযোগ করে ভিষেড়া রিপোর্ট নষ্ট করে দিবে এবং তাদেরকে কিছুই করতে পারবেন না বলে এমন ভয় ভীতি প্রদর্শন করছেন। ফলে শান্তি প্রিয় এলাকাবাসী খুবই উদ্ভীগ্ন এবং চরম হতাশায় ভুগছে।

পক্ষান্তরে বর্ণিত মামলায় হত্যা হওয়া তাইজ উদ্দিন একজন দিন মজুর ছিলেন। তার একটি বিধুবা মা ও স্ত্রী একটি ছেলে ও একটি ৫ বছরের মেয়ে সন্তান রয়েছে। এলাকার মধ্যে সে ছিল খুবই নিরহ, সহজ সরল এবং সকলের কাছে খুবই প্রিয় মানুষ। সে হত্যা হওয়ার কারনে পরিবারটি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। মৃত তাইজ উদ্দিন এর একমাত্র বড় ভাই রিয়াজ উদ্দিন অন্যের জমি চাষাবাদ করে দিনাতিপাত করেন। ভাইকে হত্যা করায় সে বাদী হয়ে থানায় মামলা করায় তাকেও এস আই শাহ জালাল শেখসহ অনেকেই মোবাইলে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করছেন। উল্লেখ্য যে, রিয়াজ উদ্দিন, পিতা মৃতঃ গিয়াস উদ্দিন, সাং-পূর্ব দুহুলী, থানাঃ কালীগঞ্জ, জেলাঃ লালমনিরহাট এর পৈত্রিক/স্বনামীয় খারিজকৃত জমি নিয়ে একই গ্রামের আব্দুল করিম, পিতা মৃতঃ নজর আলীর সাথে বেশ কিছুদিন যাবত বিরোধ চলে আসছে। বিষয়টি নিষ্পত্তির জন্য স্থানীয় ভাবে সংশ্লিষ্ট ০৭ নং চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কার্যালয়, কালীগঞ্জ থানা এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় কালীগঞ্জে বহুবার সালিশ দরবার হয়েছে। প্রতিটি সালিশেই বিরোদীয় জমি রিয়াজ উদ্দিন প্রকৃত মালিক হিসাবে প্রমানিত হয় এবং সালিশে ফয়সালার ভিত্তিতে রিয়াজ উদ্দিন উক্ত জমি ভোগ দখল করে আসছে। সেই জমি বিরোধের শুরু হতে একই গ্রামের আব্দুর রশিদ শেখ, পিতা মৃতঃ জজম উদ্দিন শেখ রিয়াজ উদ্দিন এর বিপক্ষে অথ্যাৎ আব্দুল করিম এর পক্ষে নেতৃত্ব দিয়ে আসছেন। সেই ইন্দোনেই আব্দুল করিম তার লোকজন নিয়ে প্রায় সময় নালিশী জমির উপর নানা প্রকার হুমকি এমনকি মিথ্যা মামলা দায়েরসহ নানা প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্ঠা চালিয়ে আসছে। এরই পেক্ষিতে রিয়াজ উদ্দিন জমির বিরোধ মিটানোর জন্য সহকারী জজ আদালত লালমনিরহাট এ মামলা দায়ের করেন এবং জমির উপর অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করেন। বিজ্ঞ আদালত প্রতিপক্ষকে জবাব দাখিলের জন্য নোটিশ প্রদান করলে প্রতিপক্ষ আব্দুল করিম পর্যায়ক্রমে ৩ বার সময় প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত শেষ বারের আবেদন নামঞ্জুর করে আদেশের জন্য ১৩/৮/২০২৩ ইং তারিখ ধার্য করেন।

উক্ত জমি বিরোধ এবং ভোটে হারার জেরকে কাজে লাগিয়ে আব্দুর রশিদ শেখ এর নেতৃত্বে সু-পরিকল্পিতভাবে গত ০১/০৮/২০২৩ ইং তারিখে আনুমানিক দুপুর ১.৩০ মিনিটের দিকে রিয়াজ উদ্দিনের ছোট ভাই তাইজ উদ্দিন দুহুলী বাজার (জোড়গাছ বাজার) টিসিবির পন্য আনার জন্য যাওয়ার সময় স্থানীয় বাসিন্দা আবু তালেবের বাড়ির কাছে যাওয়া মাত্র পূর্বহতে ওঁত পেতে থাকা আসামীগণ লাঠি-সোটা এবং ধারালো অস্ত্র দারা ডাং মার এবং মারাত্বক জখম করেন। তাকে বাচাতে এসে আরো ২/৩ জন মারাত্বক ভাবে জখম হন। ওই অবস্থায় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে প্রথমে আতিদমারী উপজেলা হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। উক্ত তারিখে দিবাগত রাত ২টার পরে (০২/০৮/২০২৩) ইং চিকিৎসাধীন অবস্থায় তাইজ উদ্দিন এর মৃত্যু হয়। অনান্য ২/৩ জন রংপুরে চিকিৎসাধীন রয়েছে। গরীব, অসহায় ও খেটে খাওয়া তাইজ উদ্দিন এর এমন হত্যা হওয়ায় বিষয়টি তার পরিবার এবং স্থানীয় শান্তি প্রিয় এলাকাবাসী কোন ভাবেই মানতে পারছেনা মর্মে উল্লেখ করা হয়েছে গণপিটিশনে।

এমতাবস্থায় আব্দুর রশিদ শেখ এর ২য় ছেলে শাহ জালাল শেখ ( এস আই বর্তমানে এডি/এসবি পদে ঢাকায় কর্মরত) এর কারণে মামলার কোন আলামত/ভিষেড়া রিপোর্ট যাতে নষ্ট না হয় সে বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন ওই এলাকার বাসিন্দারা। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ কবির বলেন, উক্ত হত্যা মামলার কয়েকজন আসামিকে ধরা হয়েছে বাকী আসামিদের ধরার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর