হত্যা মামলার প্রধান আসামিসহ ২জন গ্রেপ্তার
সিরাজগঞ্জের তাড়াশে হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে শুক্রবার রাতে (২ ফেব্রুয়ারি) র্যাব-১২ ও র্যাব-১, গাজীপুরে যৌথ অভিযান চালিয়ে গাজীপুর জেলার কাপাসিয়া থানার দুস্য নারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার এজাহারনামীয় ২ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো- উপজেলার ভাটরা গ্রামের নজরুল ফকিরের ছেলে মো. আরিফুল ইসলাম (২৮), মৃত ইসমাইলের ছেলে মো. নজরুল ফকির (৪৮)।র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা গেছে, উপজেলার নওগাঁ ইউনিয়নের ভাটরা গ্রামের ধৃত আসামি নজরুল ফকিরের সাথে মামলার বাদী মো. জহির উদ্দিনের পারিবারিক কলহ ছিল। সেই শত্রুতার জেরে গত ৮ জানুয়ারি আসামিগণ পূর্ব পরিকল্পিত ভাবে মো. জহির উদ্দিনের স্ত্রী, ছোট ভাইয়ের স্ত্রী ও মাকে বাঁশের লাঠি, লোহার রড সহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে মারপিট করে গুরুত্বর আহত করে।
পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। মারাত্মক আহত ফাতেমা বেগম (৬০)-এর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে নিহত ফাতেমার ছেলে বাদী হয়ে তাড়াশ থানায় গত ১২ জানুয়ারি একটি হত্যা মামলা দায়ের করে। র্যাব ধৃত আসামিদের গ্রেফতার করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাড়াশ থানায় হস্তান্তর করেছেন।