বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

হাজী আব্দুস সাত্তারের নানা আয়োজনে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিবস পালন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে কেককর্তন, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ যমুনা নদীর পাড়ে গড়ে উঠা শিশু-কিশোরদের বিনোদনের অন্যতম পার্ক শেখ রাসেল স্মৃতি পৌর পার্কে শেখ রাসেলর জন্মদিন পালন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। এতে সভাপতিত্ব করেন, ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের সভাপতি ও ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বর্তমান ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সাত্তার।বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও কবি মোঃ আব্দুল বারী শেখ।

এ সময় সাবেক পৌর কাউন্সিলর সফর আলী, ধানবান্ধী আদর্শ মানব কল্যাণ সমাজের সাধারণ সম্পাদক, প্রফেসর মাসুদ রানা, বিশিষ্ট সমাজ সেবক নুরুল ইসলাম ।সমাজসেবক ও ব্যাংকার আব্দুল্লাহ শেখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও আগত দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন।
একদল বিপথগামী ঘাতকেরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করে। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের নিষ্পাপ শিশু রাসেলও রেহাই পায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর