২১ অক্টোবর রাষ্ট্রীয় শোক পালন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান স্থগিত
ফিলিস্তিনে ইসরাইলের হামলায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ২১ অক্টোবর ২০২৩ তারিখ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান এবং অবসরপ্রাপ্ত শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলন স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার ২০ অক্টোবর গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা ফিলিস্তিনে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া ২১ অক্টোবর শনিবার বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে।