আমদানি পণ্যের মূল্য খতিয়ে দেখার নির্দেশ

আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ওঠানামার কারণে প্রয়োজনের বেশি ডলার খরচ হতে পারে—এই আশঙ্কায় এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া ডলার-সংকটের মধ্যে ডলারের ওপর চাপ কমানোও এই নির্দেশনার লক্ষ্য।
গত এপ্রিল থেকে দেশে ডলারের সংকট চলছে। আর এতে ডলারের দাম ৮৫ থেকে বেড়ে ১০৫ টাকা হয়েছে। আজ সোমবার ব্যাংকগুলোতে ডলারের দাম গড়ে ছিল ১০৩ টাকা ৩৪ পয়সা। তবে ব্যাংকগুলো সর্বোচ্চ ১০৭ টাকা ৫০ পয়সা দামে প্রবাসী আয় কিনেছে। আর রপ্তানি বিল নগদায়ন করেছে ৯৯ টাকা দরে।
এদিকে অপর এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক বলেছে, অনলাইন সভার লেনদেন মেটানোর জন্য ব্যাংকগুলো প্রয়োজনে ভার্চ্যুয়াল কার্ড বা একবার ব্যবহার্য কার্ড দিতে পারবে। এই খরচ মেটাতে ব্যাংকগুলো প্রয়োজনে আন্তর্জাতিক রেমিট্যান্স কার্ড ব্যবহার করতে পারবে। এ নির্দেশনার ফলে জুম, গুগল মিট, সিসকোসহ বিভিন্ন মাধ্যমে অনুষ্ঠেয় সভার খরচ মেটাতে গ্রাহকদের সহজে সেবা দিতে পারবে ব্যাংকগুলো।