আল ইখওয়ান ফাউন্ডেশনের উদ্যোগে ফেনী বন্যাত্বদের মাঝে ত্রাণ বিতরণ
জাহাঙ্গীর আলম নিজস্ব প্রতিবেদকঃ আল ইখওয়ান ফাউন্ডেশন জীরানী আশুলিয়া সাভারের উদ্যোগে ফেনীতে বন্যাকবলিত ৫০০পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দেওয়া হয়েছে।
গে ২৭ আগষ্ট মঙ্গলবার ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নে বন্যাত্বদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃসোহেল মিয়ার নেতৃত্বে বিশ সদস্য বিশিষ্ট একটি টিম, সেখানে বন্যাত্বদের মাঝে ত্রাণ তুলে দেন,
এসময় উপস্থিত ছিলেন, ঘোপাল ইউনিয়নে বাসিন্দা জি এইচ পি ল্যাবরেটরী প্রাঃ লিঃ। এর ম্যানেজিং ডিরেক্টর জনাব ডাঃ নিজ্জাম উদ্দিন সহ অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা, মাওলানা আঃ হাই, প্রচার সম্পাদক,মোঃ আবু সিয়াম সাহেব, ক্যাশিয়ার মোঃউজ্জল সাহেব সহঃক্যাশিয়ার মাওলানা ওবায়দুর রহমান ও মাওলানা জিল্লুর রহমান প্রমুখ।
তাদের এই ত্রাণ সামগ্রীতে ছিল, শুকনো খাবার চিড়ে, মুড়ি, গুড়, খাবার স্যালাইন, মোমবাতি , দিয়াশলাই, বিস্কুট ও বিশুদ্ধ পানি। সে অঞ্চলের মেইন রাস্তার হতে প্রায় ৮ কিলোমিটার পানি পারি দিয়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বানভাসিদের হতে তুলে দেওয়া হয় এসামগ্রী।এ এলাকায় এমনও পরিবার আছে যে, গত ৪দিন যাবৎ তাদের কাছে কেউ এক লুকমা দানাপানি পৌছায় নাই।
ঘোপাল ইউনিয়নে বাসিন্দা জি এইচ পি ল্যাবরেটরী প্রাঃ লিঃ। এর এম ডি, তিনি ইখওয়ান ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ সকল সদস্যর প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন। সে আরও বলেন এই এলাকায় বিগত দুই শত বছরের মধ্যে কেউ কখনও এমন বন্যা দেখে নি,২তলা/৩তলাপর্যন্ত পানি উঠেছে।