উল্লাপাড়ায় পলিথিন কারখানায় ১ লাখ টাকা জরিমানা
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চড়িয়া শিকার একটি পলিথিন কারখানায় এনএসআই ও সেনাবাহিনীর যৌথ অভিযানে জননী প্রিন্টং এন্ড প্যাকেজিং কোম্পানিকে পরিবেশের ছাড়পত্র ছাড়া পলিথিন উৎপাদন ও বাজারজাত করায় ১ লাখ টাকা অর্থদন্ড ও উৎপাদিত পলিথিন গুলো জব্দ করা হয়েছে। সম্পূর্ণ কাগজপত্র না করা পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া এলাকায় এনএসআই এর তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রিট জাকির হোসাইন।
পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ (ক) ধারায় জননী প্রিন্টং এন্ড প্যাকেজিং কোম্পানিকে পরিবেশের ছাড়পত্র ছাড়া পলিথিন উৎপাদন ও বাজারজাত করায় ১ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের জেল দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক আব্দু্লাহ আল মামুন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর গফুর, সেনাবাহিনীর সদস্য ও গোয়েন্দা সংস্থার সদস্য বৃন্দ সহ আরো অনেক।