শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

একদফা দাবি আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী মিরাজের মৃত্যু!

রিপোর্টারের নাম : / ৩৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

আশরাফুল হক, লালমনিরহাট :হাসিনা হটাও আন্দোলনে গুলিবিদ্ধ লালমনিরহাটের আদিতমারী উপজেলার শিক্ষার্থী মিরাজ খাঁনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শিক্ষার্থী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া সর্দারপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি দনিয়া মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

জানা গেছে, হাসিনা হটাওয়ের এক দফা দাবি আদায়ের আন্দোলনে অন্যান্য শিক্ষার্থী ও জনতার সাথে ঢাকায় অংশ নেয় শিক্ষার্থী মিরাজ খাঁন। গত ৫ আগস্ট ঢাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে আহত হন মিরাজ খাঁন। সহযোদ্ধারা প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে অস্ত্রপাচারে গুলি বের করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

মৃত মিরাজের বাবা আব্দুস সালাম বলেন, আমার ছেলে কোটা সংস্কার তথা হাসিনা হটাও আন্দোলনে গিয়ে পুলিশ আওয়ামীলীগের গুলিতে আহত হন। চিকিৎসাধিন অবস্থায় মিরাজ শহীদ হয়েছে। শহীদ ছেলের আত্নার শান্তিকামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।
মহিষখোচা ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর