এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের আয়োজনে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ
এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের আয়োজনে গরীব, অসহায় ও দুঃস্থ শীতার্ত দেড় শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরন করা হয়েছে।
বুধবার ( ১১ জানুয়ারী-২০২৩) বিকেল সাড়ে ৩ টার দিকে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ মাওলানা ভাসানী ডিগ্রি কলেজে ক্যাম্পাস ইনডোরে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ডিজি ০৯ এপে. হেলাল আহমেদ।
এসময়ে এপেক্স ক্লাব প্রেসিডেন্ট সিরাজগঞ্জের এপে. মোঃ ফরিদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ডিজি ০৯ সেক্রেটারি এপে. রায়হান কবির মিঠু, প্রিন্সিপাল এপে. মোঃ জহুরুল ইসলাম, ক্লাব সেক্রেটারি ও ডিএনই এপে. মজনু মোল্লা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. ফুলাদ এইচ খান প্রমুখ। ইলেকট্রনিক মিডিয়ার, জাতীয় ও স্থানীয় প্রিন্ট মিডিয়ায় সাংবাদিক সহ অনেকে উপস্থিত ছিলেন।