কাউলতিয়া সাংগঠনিক থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে আবুল বাসারের বিকল্প নেই
মানব সেবা পরম ধর্ম। এই উদ্দেশ্যকে সামনে রেখে যারা মানব সেবা করে তারাই প্রকৃত মানুষ। একজন মানুষ জনসেবার মধ্যে দিয়েই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। অর্জন করতে চায় মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা। আর সে সব ব্যক্তিগন সকল লোভ লালসা, অর্থ মোহের উর্ধ্বে থেকে মানব সেবা করে গেছেন তারাই মহামানব হয়ে মানুষের হৃদয়ে চির স্বরনীয় হয়ে আছেন। দলমত নির্বিশেষে সকলেই তাকে শ্রদ্ধা করে ও ভালোবাসে। শুধু মানুষের সন্তুষ্টি নয়,সৎ কর্মের মধ্যে দিয়েই একজন মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। আর এই উদ্দেশ্যকে সামনে রেখে যারা মানব সেবা করে সৎ কর্ম করে তারাই প্রকৃত মানুষ, তারাই মহামানব। একজন মহামানব সর্বদা দয়া দাক্ষিন্য, ক্ষমা বিনয়, সরলতা, সাধুতা, শিষ্টাচার, আত্মসংযম ও সৎ গুনাবলীর অধিকারী হয়ে থাকেন। তেমনি একজন পরোপকারী ন্যায়পরায়ণ,সময়ের শ্রেষ্ঠ সাহসী সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো.আবুল বাসারকে কাউলতিয়া সাংগঠনিক থানার সাধারন সম্পাদক পদে দেখতে চায় কাউলতিয়া সাংগঠনিক থানার আন্তরগত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মো.আবুল বাসার তার দীর্ঘ রাজনৈতিক জীবনে ভাওয়াল কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক,কাউলতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক,ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,গাজীপুর সদর থানা ছাত্রলীগের সাবেক সদস্য,পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি,পোড়াবাড়ি শাহ সূফী ফসিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক বিদ্যুৎ সাহী সদস্য,পোড়াবাড়ি পূর্ব পাড়া জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক,পোড়াবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠের যুগ্ম সাধারণ সম্পাদক,রেড ক্রিসেন্টের আজীবন সদস্য হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছে । কাউলতিয়া সাংগঠনিক থানা আওয়ামীলীগের এক নেতা এই প্রতিবেদককে জানান, মো.আবুল বাসার একজন সৎ, নির্বিক, পরোপকারী, বিশিষ্ট সমাজ সেবক, মহানগরের নেতারা তাকে কাউলতিয়া সাংগঠনিক থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত করলে আমাদের কাউলতিয়া সাংগঠনিক থানা আওয়ামীলীগের মধ্যে কোন প্রকার কোন্দল থাকবে না। বরং বিগত দিনের চেয়ে কাউলতিয়া সাংগঠনিক থানা আওয়ামীলীগ শতগুণ শক্তিশালী হবে বলে আমরা কাউলতিয়া আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মনে করি।
কাউলতিয়া সাংগঠনিক থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী আবুল বাসার এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে জানান, পদ-পদবী বড় কথা নয়, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শকে বুঁকে ধারন করে ছাত্রলীগের সাধারন কর্মী থেকে উঠে এসে আওয়ামী পরিবার একজন সাধারন কর্মী হিসাবে গাজীপুর ২ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের যুব-ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ আহসান রাসেল এম.পি. ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ এড.আজমত উল্লা খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল এর হাতকে শক্তিশালী করার জন্য এবং তাদের নির্দেশে প্রতিটি দলীয় অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে কাউলতিয়া সাংগঠনিক থানা আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে সকলের সমন্বয়ে কাজ করে যাচ্ছি। এ সময় তিনি আরো জানান, আমি মহানগরীর অন্যান্য থানার ন্যায় একজন আওয়ামী পরিবারের কর্মী হিসাবে কাউলতিয়া সাংগঠনিক থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদে প্রার্থী হয়েছি। সিনিয়র নেতারা আমাকে যোগ্য মনে করলে আমি সাধারন সম্পাদক নির্বাচিত হব। নেতারা আমাকে যোগ্য মনে না করলে আমি সাধারন সম্পাদক নির্বাচিত হব না। তাই বলে আমি বঙ্গবন্ধুর আদর্শ থেকে এক বিন্দু পরিমানও পিছু পা হব না।