শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ারুল হকের মৃত্যু ভালুকায় গেইটে তালা,অবরুদ্ধ তিনটি পরিবার  ভাঙ্গুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ঈদ বাজার বেনাপোলে চাহিদার শীর্ষে সুতি পাঞ্জাবি কাজিপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব ৫ পরিবারে জরুরী সহায়তা যশোরের শার্শা উপজেলা বীরশ্রেষ্ট নূর মোহাম্মদের সমাধিতে গার্ড অব অনার ও পুস্পস্তবক অর্পন বরগুনায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার রং তুলিতে স্বাধীনতা দিবস উদযাপন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবকদলের নেতা জহির উদ্দিন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবকদলের নেতা আনোয়ার শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবকদলের নেতা শাহাজাদা হাওলাদার

কাজিপুরের ৬ হাজার কৃষক এবার যথাসময়ে প্রণোদনা পেয়েছে

গোলাম কিবরিয়া খান কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১১৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

দেশের কৃষি খাতকে সমৃদ্ধ, বহুমুখীকরণ ও খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গবেষণার মাধ্যমে উদ্ভাবন, উৎপাদন ব্যায় নিয়ন্ত্রনে আধুনিক প্রযুক্তি ও যান্ত্রিকীকরণ এবং প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র কৃষকের মাঝে নিয়োমিত কৃষি প্রণোদনার মাধ্যমে ভর্তুকি দিয়ে আসছে সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর ধারাবাহিকতায় রবি ২০২৩-২০২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার

৬৪১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভুট্টা, চিনাবাদাম, সূর্যমুখী, মশুর, খেসারী, মুগ এবং পেঁয়াজসহ মোট ৯ টি কৃষি পণ্যের বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। এ বছর সঠিক সময়ে প্রণোদনা বিতরণ করায় উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেছেন। জানা যায় চালিতাডাঙ্গা গ্ৰামের কৃষক চাঁন মিয়া, আলমপুরের আব্দুল কাদের এবং আব্দুর রাজ্জাক যথা সময়ে প্রণোদনা পেয়ে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, অন্যান্য বছর সময়মতো সুযোগ সুবিধা না পাওয়ায় বাজার থেকে উচ্চ মূল্যে বীজ কিনতে হতো, উৎপাদন খরচ বেশী হতো।

গত ২৩ অক্টোবর সোমবার উপজেলা পরিষদ হলরুমে প্রণোদনা বিতরণের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সহকারী কমিশনার ভূমি কাজী অনিক ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন। উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বক্তব্যে কৃষি সম্প্রসারণের বিভিন্ন তথ্য তুলে ধরেন। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে কৃষক ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর