কাজিপুরের ৬ হাজার কৃষক এবার যথাসময়ে প্রণোদনা পেয়েছে
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/10/received_1049970642807566-700x390.jpeg)
দেশের কৃষি খাতকে সমৃদ্ধ, বহুমুখীকরণ ও খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গবেষণার মাধ্যমে উদ্ভাবন, উৎপাদন ব্যায় নিয়ন্ত্রনে আধুনিক প্রযুক্তি ও যান্ত্রিকীকরণ এবং প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র কৃষকের মাঝে নিয়োমিত কৃষি প্রণোদনার মাধ্যমে ভর্তুকি দিয়ে আসছে সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর ধারাবাহিকতায় রবি ২০২৩-২০২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার
৬৪১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভুট্টা, চিনাবাদাম, সূর্যমুখী, মশুর, খেসারী, মুগ এবং পেঁয়াজসহ মোট ৯ টি কৃষি পণ্যের বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। এ বছর সঠিক সময়ে প্রণোদনা বিতরণ করায় উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেছেন। জানা যায় চালিতাডাঙ্গা গ্ৰামের কৃষক চাঁন মিয়া, আলমপুরের আব্দুল কাদের এবং আব্দুর রাজ্জাক যথা সময়ে প্রণোদনা পেয়ে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, অন্যান্য বছর সময়মতো সুযোগ সুবিধা না পাওয়ায় বাজার থেকে উচ্চ মূল্যে বীজ কিনতে হতো, উৎপাদন খরচ বেশী হতো।
গত ২৩ অক্টোবর সোমবার উপজেলা পরিষদ হলরুমে প্রণোদনা বিতরণের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সহকারী কমিশনার ভূমি কাজী অনিক ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন। উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বক্তব্যে কৃষি সম্প্রসারণের বিভিন্ন তথ্য তুলে ধরেন। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে কৃষক ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।