কাজিপুরে জেলহত্যা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল
গোলাম কিবরিয়া খান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জেলহত্যা দিবস ৩ নভেম্বর স্মরণে মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা কমান্ড দোয়া মাহফিলের আয়োজন করে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে উপজেলার সিমান্তবাজার ঐতিহাসিক মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে দিনটির তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ এবং স্থানীয় জনসাধারণ।
মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আহমেদের সভাপতিত্বে মূল বক্তব্য রাখেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিন। আরো বক্তব্য রাখেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ খান প্রমূখ। উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব, বীর মুক্তিযোদ্ধা শাহজামাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীসহ সকল বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের মহানায়ককে হারানোর শোকে জাতি যখন মুহ্যমান তার পরই জাতিকে মেধাশুন্যের খেলায় জাতীয় ৪ নেতা এম মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ ও এম কামরুজ্জামানকে ৭৫ এর ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে খুনি মোস্তাকের নির্দেশে এই ৪ নেতাকে নির্মম ভাবে হত্যা করে।