বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে তিন ছিনতাইকারী গ্রেফতার রাজস্ব হারাচ্ছে সরকার:ধর্মঘটে দ্বিতীয় দিনেও বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি বন্ধ লালমনিরহাটে জুই হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ- পুলিশের সাথে ধস্তাধস্তি টেন্ডার বাক্স লুটের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন উল্লাপাড়ায় পানি নিষ্কাশনের দাবীতে রাস্তা অবরোধ করে মানববন্ধন আগামী ৭ দিনের মধ্যে হৃদয় এর লাশ পরিবারের নিকট হস্তান্তরের দাবি ভারত থেকে ফল আমদানি বন্ধ দ্বিতীয় ধাপের আখেরী মোনাজাত শেষ,৫৯ তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা ইজতেমা ময়দানে চলছে হেদায়েতি বয়ান,আখেরী মোনাজাত দুপুর ১২ টায়

কাজিপুরে জেল হত্যা দিবসে আলোচনা সভা

রিপোর্টারের নাম : / ১০২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

গোলাম কিবরিয়া খান,কাজিপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৩ নভেম্বর জেলহত্যা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কাজিপুর উপজেলা আঃলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর শহিদ এম মনসুর আলীসহ জাতীয় চার নেতা শাহাদাত বার্ষিকী জেল হত্যা দিবস উপলক্ষে স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ শহিদ এম মনসুর আলীর দৌহিত্র প্রকৌশলী তানভীর শাকিল জয় ।

বঙ্গবন্ধু শেখ মুজিব ও জাতীয় চার নেতার জঘন্য হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তি ও দেশবিরোধী চক্র বাংলার মাটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল।স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার পাশাপাশি জাতিকে নেতৃত্বহীন করার লক্ষ্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীনতা বিরোধী চক্র কারাবন্দি অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করে। তিনি শহীদ এম মনসুর আলী এর আর্দশকে বুকে ধারণ তার নীতি নৈতিকতা অনুসরণ করে আগামী দিনে পথচলার আহবান জানান।

অনুষ্ঠানে উপজেলা আঃলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন এর সভাপতিত্বে দিবসটি তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার,তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান মুকুল, উপজেলা কৃষক লীগের সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলু, পৌর আঃলীগের সভাপতি জিএম তালুকদার মধু,উপজেলা যুব লীগের সভাপতি বিপ্লব সরকার, ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠান টি পরিচালনা করেন উপজেলা আঃলীগের প্রচার সম্পাদক শওকত আকবর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগ, ইউনিয়ন আঃলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের মহানায়ককে হারানোর শোকে জাতি যখন মুহ্যমান তার পর‌ই জাতিকে মেধাশুন্যের খেলায় জাতীয় ৪ নেতা এম মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ ও এম কামরুজ্জামানকে ৭৫ এর ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে খুনি মোস্তাকের নির্দেশে এই ৪ নেতাকে নির্মম ভাবে হত্যা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর