কাজিপুরে প্রতিপক্ষের হামলায় পাওনাদার আহত
স্টাফ রিপোর্টার :কাজিপুরে পাওনা টাকা নিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মারাত্মক জখম হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ভুক্তভোগী মামুন হোসেন হিটলার।
গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় কাজিপুর উপজেলার ঢেকুরিয়া বাজার সংলগ্ন ধুনট উপজেলার মাধবডাঙ্গা মোড়ে বদিউজ্জামানের বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মামুন হোসেন হিটলার (৪৩) কাজিপুর উপজেলার পাইকরতলী গ্রামের মৃত ইয়াকুব আলী মেম্বার এর পুত্র। ভুক্তভোগীর স্বজনরা জানান, বালু ব্যবসার কাজে উপজেলার মাইজবাড়ি গ্রামের জামাল ফকিরের বখাটে ছেলে লিখন হিটলারের কাছ থেকে ৩ (তিন) লাখ টাকা ধার নেয়। টাকা দিবে বলে দীর্ঘদিন দিন হিটলার কে বার বার তারিখ দেয়া হয়।
। গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় মোবাইলে হিটলার কে টাকা দেওয়ার কথা বলে মাধবডাঙ্গা মোড়ে ডেকে নিয়ে গিয়ে এক লাখ টাকা দিয়ে বাকি এক লাখ টাকা ৫ মিনিটের মধ্যে দেওয়ার কথা বলে চলে যায়, এবং মোড়ের আশে পাশে ওতপেতে থাকা ৭-৮ জন সন্ত্রাসী কে নিয়ে এসে অর্তকিতভাবে হিটলার কে উপর্যুপরি পেটাতে শুরু করে এবং মাথায় দেশীয় অস্ত্র দ্বারা কোপাতে থাকে। সন্ত্রাসীরা তার কাছে থেকে এক লাখ টাকা নিয়ে নেয় এবং তার সাথে থাকা মোটরসাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের চাপে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। স্থানীয়দের চিৎকারে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং স্থানীয়রা তাকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যায় । অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় ৪-৫ টি স্থানে কাটা চিহ্ন দেখা যায়। ভুক্তভোগী হিটলারের স্বজনরা জানান, সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে হিটলার কে হত্যায় উদ্দেশ্যে মাথার একাধিক স্থানে কোপায়ছে।মহান আল্লাহ তায়ালা রহমতে বেঁচে আছে। আমরা তার সঠিক বিচার চাই। এ বিষয়ে ভুক্তভোগীর চাচা শফিকুল ইসলাম কাজিপুর থানায় লিখন কে প্রধান আসামি করে ৭-৮ জনের নামে অভিযোগ করেছেন। মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর চাচা। ভুক্তভোগী হিটলার দীর্ঘদিন ধরে সুনামের সাথে মেঘাই বাজারে ওষুধ ব্যবসা করে আসছে ।