শিরোনামঃ
অসহায় মানুষদের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত স্ত্রীকে পুড়িয়ে হত্যা,বেনাপোল থেকে স্বামী আটক বেতাগীতে সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করণে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা স্থাবর সম্পত্তি অর্জনে অনুমতি লাগবে বিদেশি সংস্থার বাণিজ্যে অবদান রাখায় সিআইপি কার্ড পেলেন ১৮৪ ব্যবসায়ী শাস্তির বিধান রেখে হচ্ছে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন যমুনায় দৃশ্যমান হলো বঙ্গবন্ধু রেল সেতু রোহিঙ্গাদের সহায়তায় ৩০ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র বছর শেষে আসছে রূপপুরের বিদ্যুৎ কলম্বো সিকিউরিটি কনক্লেভের সদস্য হচ্ছে বাংলাদেশ তিস্তার প্রকল্পে অর্থায়নে আগ্রহী ভারত ড. ওয়াজেদ মিয়া ছিলেন আণবিক গবেষণার পথিকৃৎ প্রধানমন্ত্রীকে মোদির আমন্ত্রণপত্র দিলেন ভারতের পররাষ্ট্র সচিব রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর কোনো শক্তি আমাকে জনগণ থেকে দূরে সরাতে পারবে না শার্শার অস্ত্র মামলায় রাজুর ১৭ বছরের জেল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু ! রায়গঞ্জে শিক্ষকের- দম্পতির  বাসার গ্রীল কেটে ৯ লাখ টাকার মালামাল লুট   সিরাজগঞ্জে জামিন পেলেন ৬ প্রিজাইডিং কর্মকর্তা   শার্শায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোলাম কিবরিয়া খান (কাজিপুর) সিরাজগঞ্জঃ

কাজিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মধু তালুকদার সাধারণ সম্পাদক তাছির উদ্দিন

কলমের বার্তা / ৬০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৩ জুন, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর পৌরসভা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ গত ৩ জুন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী ৩ বছরের জন্য আলমপুর গ্ৰামের বাসিন্দা ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মধু তালুকদার সভাপতি এবং বিয়াড়া গ্ৰামের তাছির উদ্দীন তাছু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অত্যন্ত আরম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সম্মেলনকে ঘিরে সমগ্ৰ উপজেলায় জনসাধারণের মাঝে ব্যপক আগ্ৰহ ও উৎসাহ উদ্দীপনা বিরাজিত ছিলো। কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতি সম্মেলনের সার্থকতা বয়ে এনেছে দাবি আয়োজক কমিটির।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে এ দিন আংশিক কমিটি ঘোষণা করেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বক্তব্যে তিনি বলেন, আজকে যারা পৌর আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, তাদের দায়িত্ব হলো, সকলকে সাথে নিয়ে সরকারের উন্নয়নের কথা ঘরে ঘরে পৌঁছানো। আগামী সংসদ নির্বাচনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্ৰযাত্রা সচল রাখতে হবে। ঘোষিত কমিটিতে সহ সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন আব্দুল লতিফ, রবিউল আউয়াল, সাজেদুল ইসলাম, নুরুল ইসলাম আব্দুর রাজ্জাক, মাহাতাবুর রহমান সৈনিক এবং রাসেল রানা লালন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন, রাশেদুল ইসলাম রাজু, সোহেল রানা নাদু এবং রোকনুজ্জামান রোকন। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এই সম্মেলনে একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর পৌরসভা শাখার নেতা নির্বাচিত করা হয়, এতে হাসিনা পারভীন সভাপতি এবং মিনা খাতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্মেলনের উদ্বোধক ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীন।
পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা মধু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য মোসলেম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেয়র নিজাম উদ্দিন ও নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় দায়িত্বে ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েতুল ইসলাম শাওন প্রমুখ।

76


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর