বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ

কালিয়াকৈরে শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৭৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় আলোচনা সভা ও মাদক বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বুধবার সন্ধ্যায় ওই আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এম তুষারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ, উন্মক্ত বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক মেহেরিন মুনজারিন, কালিয়াকৈর প্রেসক্লাবেব নির্বাহী সভাপতি সরকার আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদি, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদ সরকার প্রমুখ। পরে স্কুলের খুদে শিক্ষার্থী ও সুরমেলা একাডেমির সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন। আয়োজকরা জানান, মাদক বিরোধী সাংস্কৃতিক সন্ধ্যায় স্কুল কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ও যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে ও সচেতন করতে এ আয়োজন করা হয়েছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকদ্রব্য বা নেশা জাতীয় দ্রব্যর অপব্যবহার থেকে বাঁচাতে নিজের সন্তানদের প্রতি নজ রাখতে হবে। সন্তানেরা কোথায় যায়, কী করে, কাদের সাথে মিশে দেখতে হবে। মাদক শুধু ব্যক্তি নয়, পুরো পরিবারকেই ধ্বংস করে। তরুণ, যুবকরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সম্পদ, মাদকের ছোবল থেকে তাদের বাচাতে সবাইকে এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর