বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
আদম ব্যবসায়ীদের প্রতারণায় নিঃস্ব সোহেলের পরিবার, থানায় অভিযোগ আদম ব্যবসায়ীদের প্রতারণায় নিঃস্ব সোহেলের পরিবার, থানায় অভিযোগ টঙ্গীতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার কোনাবাড়িতে ঝুট গোডাউনে আগুন,নিয়ন্ত্রণে ৪ ইউনিট কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন অতীতে ঘরে ঘরে চাকরি দেবার নাম করে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় জাকের পার্টির নেতা রবিউল ইসলাম রবি ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত সলঙ্গায় সেচ্ছাসেবকদলের শীতবস্ত্র বিতরণ

কাশিমপুরে আ ক ম মোজাম্মেল ও আজমত উল্লাহ সহ ৪১৮ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদকঃ / ২৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সময় গাজীপুরে গুলিতে কলেজ এক ছাত্র আহত হওয়ার ঘটনায় সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকেকে প্রধান আসামি করে ১১৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে।

গেল শনিবার দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানায় মামলাটি দায়ের করেন মহানগরীর দক্ষিণ পানিশাইল এলাকার নুরুল ইসলামের স্ত্রী ও আহতের মা পারুল আক্তার ।

এ মামলায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, কাশিমপুর থানা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মীর আসাদুজ্জামান তুলাসহ ১১৮ জনের নাম উল্লেখ করে ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় বাদী উল্লেখ করেন, আমার ছোট ছেলে রাকিবুল ইসলাম রাজু (১৫) কাশিমপুর থানাধীন হাতিমারা স্কুল এন্ড কলেজে পড়াশুনা করে। গত ৫ আগস্ট সকাল অনুমানিক ১০ টার দিকে বাসা হতে বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনে অংশ গ্রহনের জন্য বের হয়ে যায়। সকাল সাড়ে ১১ টার দিকে আমার ছেলে কাশিমপুর থানাধীন চক্রবর্তী বাসস্ট্যান্ড সংলগ্ন সাবান ফ্যাক্টরীর সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাঁকা রাস্তার উপর অবস্থান নিয়ে।স্লোগান দিতে থাকে। এসময় (১-১৫) নং আসামীগণের হুকুমে এজাহারে উল্লেখিত, আসামি গণ সহ অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জন আওয়ামী সন্ত্রাসীরা ধরনের আগ্নেয়াস্ত্র রামদা লাঠি সোটা নিয়া আন্দোলনকারী ছাত্র জনতার উপর আক্রমণ করিয়া গুলি করিতে থাকে। তখন একটি পিস্তলের গুলি আমার ছেলে মোঃ রাকিবুল ইসলাম রাজু এর মাথার ডান পাশে লেগে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে ছাত্রজনতা আমার ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে মেমোরিয়াল হাসপাতলে নেয়। এসময় ডাক্তারগন আমার ছেলের মাথা অপারেশণ করে ০১ টি গুলি বাহির করে। ঘটনার দিন আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণে আমার ছেলেসহ অজ্ঞাত নামা অসংখ্য ছাত্র জনতা আহত হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর