শিরোনামঃ
কাশিমপুর থানা আ.লীগের সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক তুলা

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা আওয়ামীলীগের ত্রিবার্ষক সম্মেলনে আনোয়ার হোসেন কে সভাপতি এবং মীর আসাদুজ্জামান (তুলা) কে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার (৪ অক্টোবর) গাজীপুরের কাশিমপুর স্কুল মাঠে সম্মেলনের দ্বিতীয় পর্বে তাদের নাম ঘোষণা করেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যা.আজমত উল্লাহ খান। উক্ত সম্মেলনে গাজীপুর সিটি করপোরেশন এর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইজুদ্দিন মোল্লা এবং ১ নং ওয়ার্ড কাউন্সিলর লিটন কে যুগ্ম সম্পাদক ঘোষণা করা হয়। সম্মেলন থেকে খুব দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।
সম্মেলনের প্রথম পর্বে সকালে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির উদ্দেশ্যে কৃষি মন্ত্রী ও আওয়ামিলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড.মো. আব্দুর রাজ্জাক বলেন,আওয়ামিলীগের ইউনিয়ন ওয়ার্ডের সমাবেশ- সম্মেলনে আসেন,দেখেন কি পরিমাণ জনস্রোত। দেখলে বুজতে পারবেন দেশের মানুষ উন্নয়ন বুঝে,পদ্মা সেতুর মর্ম বুঝে। এসব উন্নয়ন কর্মকাণ্ড দেখেই ২০২৩ সালে নির্বাচনে জনগণ আবারও আওয়ামিলীগকে ভোট দিবে। তারা প্রধান মন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছে, আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।
অনুষ্ঠানে সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক রেজাউল করিম মন্ডলের সভাপতিত্বে গাজীপুর জেলা আওয়ামিলীগের সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (এমপি), আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি,সংসদ সদস্য শামসুর নাহার ভূঁইয়া,গাজীপুর মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল এবং গাজীপুর জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতারা বক্তব্যদেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর