রবিবার, ১১ মে ২০২৫, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু সিরাজগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেফতার ভাঙ্গুড়ায় মাটির রাস্তা ভরাট কাজের উদ্বোধন র‌্যাবের অভিযানে কষ্টিপাথরসহ ৩ জন পাচারকারী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ‎ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ, ঠাকুরগাঁও সীমান্তে ১০ জন আটক বুড়িমারী স্থলবন্দরে ট্রাক ট্রাংলরী থেকে চাঁদাবাজি বন্ধের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি মাসুদ খন্দকারের বাসায় হামলার প্রতিবাদে ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সন্ত্রাস ও চাঁদাবাজির কোন দল নেই,জিএমপি কমিশনার কোনাবাড়িতে ছাইয়েদুল আলম বাবুল এর ৬৩তম জন্মদিন পালন

কুড়িগ্রামে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বুলবুল ইসলাম,কুুুড়িগ্রাম জেলা প্রতিনিধি: / ১১১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

থাকবো ভালো, রাখব ভালো দেশ বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ ও জন্মভূমি বাংলাদেশ কর্মভূমি বিশ্বময় এই স্লোগানগুলোকে ধারণ করে কুড়িগ্রামে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন সেমিনার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মার্চ) বিকেলে কাঁঠালবাড়ি ইউনিয়নে অবস্থিত নেফার দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর আয়োজনে সেমিনার কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আইনুল হক।

কাঁঠালবাড়ি ইউপির ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও কাঁঠালবাড়ি নুরুল্লাহ ফাজিল ডিগ্রী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ ফিরোজ আক্তার দুলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক মমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডাঃ রতিকান্ত মোহন্ত, সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল বসুনিয়া, বাংলাদেশ আওয়ামী লীগ কাঁঠালবাড়ি ইউপি ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শ্রী শংকর কুমার রায় প্রমূখ। এ সময় উন্মুক্ত আলোচনায় সাংবাদিক, কুড়িগ্রামের বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও আমন্ত্রিত প্রতিনিধিগণ অংশ নেয়।

সেমিনারের বক্তব্যে বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ইতিমধ্যে দেশকে বিশ্বের একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে সক্ষম হয়েছেন। তাই সরকার দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে মানব সম্পদকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করতে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় কারিপরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। যার মাধ্যমে দেশের বিদেশগামিদের প্রশিক্ষণ নিয়ে প্রবাসে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করেছেন। ফলে প্রশিক্ষণ নিয়ে যারা প্রবাসে যাচ্ছেন তারা সহজেই বিদেশে গিয়ে কাজ পাচ্ছেন এবং সমৃদ্ধির দেশে পরিণত করতে সহযোগিতা করছে।

প্রধান অতিথি কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আইনুল হক প্রশিক্ষণ নিতে ইচ্ছুক উপস্থিত সকল নারীপূরুষদের ভালভাবে প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনশক্তিতে রুপান্তিত হয়ে যে যার অবস্থানে থেকে নিজে অর্থনৈতিকভাবে সফলতা অর্জনের পাশাপাশি দেশকে এগিয়ে নিতে আহবান জানান।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর