কোটচাঁদপুর উপজেলা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে পৌর পাঠাগার মিলায়াতন রুমে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনী কমিটির প্রধান, ও পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন।
প্রিজাইডিং অফিসার জাহিদ হোসেন জানান, মোট ভোটার সংখ্যা ১২৭। ভোট পোল হয়েছে ১২০। সভাপতি পদে ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরিফ হোসেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলম হোসেন, আর কোষাদাক্ষ পদে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুর লতিফ।
এছাড়াও সহ-সভাপতি পদে কুদ্দুস মন্ডল, সহ-সাধারণ সম্পাদক সবুজ আলী, প্রচার সম্পাদক টোটন, দপ্তর সম্পাদক শুকুর, লেবার মৃত ঝুঁকি সম্পাদক বিল্লাল হোসেন নির্বাচিত হন। এসময় ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।