শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে লাগা আগুন, এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ি নছের মার্কেট এলাকায় ঝুটের গোডাউনে লাগা আগুন প্রায় এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭ টায় এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন ডিবিএল ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর মিরাজুল ইসলাম।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্দ্যা ৭ টার দিকে কোনাবাড়ি নছের মার্কেট বার্বুচি মোড়ে এলাকায় প্রথমে আরিফিন আকাশের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহুর্তের মধ্যে পাশে থাকা রবিউল আলম সানির আরও দুইটি গোডাউনে আগুন ছড়িয়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুরের ৩ টি ও ডিবিএল ফায়ার সার্ভিসের ১টিসহ মোট ৪ টি ইউনিট ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে কাজ করে।
ডিবিএল ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর মিরাজুল ইসলাম বলেন, জয়দেবপুর থেকে তিনটি ইউনিট এবং ডিবিএলের একটি মোট চারটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ারসার্ভিস।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর