কোম্পানীগঞ্জে লোকমানের বিরুদ্ধে আপন ভাই বোনের সংবাদ সম্মেলন
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/08/received_254031444159948-700x390.jpeg)
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার সংলগ্ন হাফেজ আবদুর রশিদের ছেলে লোকমানের বিরুদ্ধে ১৮ বছর যাবদ পৈতৃক সম্পত্তি জবর দখল, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আপন দুই ভাই বোন৷
৫ আগস্ট শনিবার বিকেলে কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে স্থানীয় এক রেস্টুরেন্টের কনফারেন্স হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷
সংবাদ সম্মেলনে আবু নাছের লোকমানের বিরুদ্ধে আপন বড বোন রজ্জবের নেছা ভাটি ও ছোট ভাই আবদুর রাজ্জাক দুলাল তাদের বাবা মৃত হাফেজ আবদুর রশিদের সকল সম্পত্তি জবর দখল করার অভিযোগ তুলে ধরেন।
এসময় তারা বলেন বাবার মৃত্যুর প্রায় ১৮ বছর পার হয়ে যাওয়ার পরেও আমরা আমাদের কোন সম্পদের হিসেব পাচ্ছি না৷ তারা আরো বলেন- বাবার সম্পদ ও বাবার রেখে যাওয়া দরবার শরীফের সম্মান রক্ষার্থে আমরা গণমাধ্যমের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি৷
সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করে রজ্জবের নেছা ভাটি বলেন বার বার লোকমানের হাতে নির্যাতনের শিকার হয়েও কোম্পানীগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমানের নিকট কোন আইনি সহায়তা পায়নি৷ বরং লোকমান থেকে সুবিধা নিয়ে আমাদের কে নানান নামে কয়েকটি মামলা রুজু করে হয়রানির শিকার করে৷
এসময় রজ্জবের নেছা ভাটি আরো বলেন আমার বাবার রেখে যাওয়া বিশ্ব শাহী দরবার শরীফে আবু নাছের লোকমান বহিরাগত লোকজন নিয়ে মদের আসর বসান৷
প্রতিবাদ করাতে লোকমান বহিরাগত লোকজন দিয়ে একাদিকবার আমাদের বোনের উপর নির্যাতন চালাই৷
এতে আমার বাবা ও তার রেখে যাওয়া বিশ্ব শাহী দরবার শরীফের সম্মান ক্ষুন্ন হচ্ছে৷ আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অচিরেই যাতে লোকমানের এই সকল নোংরামি কার্যকলাপ বন্ধে ব্যবস্থা গ্রহণ করেন৷