গাজীপুরে কালিয়াকৈরে ওয়ালটন ফ্যাক্টরিতে ওয়ালটন ডে ২০২৩ পালিত

দেওয়ান সামান উুদ্দিন (কালিয়াকৈর) গাজীপুর: বাংলাদেশে ইলেকট্রিক জায়ান্ট ওয়ালটনের ওয়ালটন ডে ২০২৩ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে । আজ সকালে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রায় ওয়ালটনের সকল কর্মকর্তাদের অংশগ্রহণে ওয়ালটন ডে ২০২৩ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় । সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের শুভ সূচনা করেন ডিএমডি আলমগীর সরকার। ওয়ালটন মেইন গেট থেকে বিশাল একটি র্যালী বের করে ফ্যাক্টরি বিভিন্ন ক্যাম্পাস ঘুরে হ্যালিপ্যাড এসে শেষ হয়। পরে এক কেক কাটা হয় ।
এ সময় আরা উপস্থিত ছিলেন হেড অব এডমিন ইয়াসির আল ইমরান, এইচ আর হেড কর্নেল শাহাদাত আলম এবং পিআর হেড মোঃ মহসিন আলী মোল্লা। উপস্থিত কর্মকর্তারা বলেন গৌরব ও সাফল্যের পথ ধরে ওয়ালটন আজ দেশের সববৃহত ও জন প্রিয় ব্যান্ড । আস্থা ও ভালবাসায় স্থান করে নিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে। আমাদের এই গৌরান্বিত অগ্রযাত্রায় দেশী বিদেশী সকল সম্মানিত ক্রেতা ও শোভানোধ্যায়ীকে জানাই প্রানঢালা শুভেচ্ছা ও ধন্যবাদ । আপনাদের সহযোগীতায় আমাদের এগিয়ে চলার শক্তি । এ সময় ওয়ালটনের এমডি ও সিইও গোলাম মুর্শেদ অনলাইনে যুক্ত হয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।