বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন

রিপোর্টারের নাম : / ১৭১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

জাহিদ হাসান জিহাদ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া এবং কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে গাজীপুর সিটি কর্পোরেশন । শুক্রবার দিনের শুরুতে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর মুড়ালে জেলা প্রশাসনের আয়োজনে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্প অর্পন করেন। পরে “ন্মাট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধু জন্মদিন শিশুদের চোখ সমৃদ্বির স্বপ্নে রঙ্গিন” এই প্রতিপাদ্যতে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্ম বার্ষিকী এবং জাতীয় শিশু দিবসের আলোচনা সভা রচনা প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পরস্কার বিতরণ ও কেক কাটা সিটি কর্পোরেশনের হল রুমে আয়োজন করা হয়। গাজীপুর সিটি কর্পোরেন কর্মকর্তা কর্মচারী আয়োজনে নগর ভবনে সচিব আব্দুল হান্নান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুর রহমান কিরণ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,প্রকৌশলী মোঃ মজিবুর রহমান কাজল, প্রকৌশলী মোঃ ইব্রাহিম খলিল,প্রধান বর্জ্র বব্যস্থাপনা কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম, শিক্ষার্থী মোঃ মাস্তাফিজুর রহমান,শিক্ষক নুরুনবী মোস্তফা,অবিভাবক শেখ মোয়াজ্জেম হোসেন,প্রমুখ। আলোচনা মঞ্চে সিটি কর্পোরেশনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষাথীর উপস্থিতিতে বঙ্গবন্ধ এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় ৪৯ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। এদের মধ্যে ১ম শফিউদ্দিন একাডেমিক এর ছাত্র তাওহিদুল ইসলাম ২য় সুমা আক্তার এবং ৩য় আসমা রুবাইয়া নির্বাচিত হন। বঙ্গবন্ধু এবং জাতীয় শিশু দিবস এ বিষয়ে রচনা প্রতিযোগিতায় প্রত্যেক প্রতিযোগিকে সান্তনা পুরস্কার দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর