গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস পালিত
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/11/received_1578367062903751-700x390.jpeg)
কবির হাসান,চাঁপাইনবাবগঞ্জ: “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে, একটি বর্ণঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাইসুল ইসলামসহ উপজেলার সকল সমবায় সমিতির কর্মকর্তা ও সমিতির সদস্যগন এবং স্থানীয় সাংবাদিকগন প্রমুখ।