বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের নব-নির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

কবির হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ / ১২৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের নব-নির্বাচিত সভাপতিসহ কমিটির অন্যান্য সদস্যরা দায়িত্বভার গ্রহণ করেছেন। শনিবার বিকেলে শহরের পুরাতন বাজারস্থ নিজস্ব ভবনে এই দায়িত্বভার অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চেম্বারের প্রশাসক,আহমেদ মাহবুব-উল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার ও চেম্বারের নির্বাচন কর্মকর্তা,মাহবুবুল কবির।

বক্তব্য রাখেন,সভাপতি আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি,মসিউল করিম বাবু, সহ-সভাপতি আকতারুল ইসলাম, নব-নির্বাচিত পরিচালক সৈবুর রহমান, আনোয়ার হোসেন, রাইহানুল ইসলাম লুনা, পরিচালক মফিজ উদ্দীন, আমদানী রফতানীকারক সমিতির সভাপতি,কবিরুল ইসলাম খোকন, পরিচালক আনোয়ার পারভেজ, ব্যবসায়ী আলহাজ্ব শামসুল হক, সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু সাংবাদিক আজিজুর রহমান শিশির, ব্যবসায়ী মনোয়ার ইসলাম ডালিমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে নির্বাচিত সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চেম্বারের প্রশাসক,আহমেদ মাহবুব-উল ইসলাম।
নবনির্বাচিত সভাপতি বলেন, দুইটি প্যানেল হতে নির্বাচিত পরিচালক সবাই এক পরিবারের সদস্য। সভাপতি হিসেবে আপনাদের সকলকে নিয়ে একসাথে কাজ করব। এমন কাজ করবো, যাতে ২২ জন পরিচালকের সুনাম হয়। জেলার ব্যবসায়ী ও নাগরিকদের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন,আব্দুল ওয়াহেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর