চালের বাজার তদারকিতে খাদ্য অধিদপ্তরের চার টিম
চালের দাম বেড়ে যাওয়ায় ঢাকা মহানগরে খোলা বাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রমে আরও স্বচ্ছতা আনতে এবং বাজার তদারকি করতে চারটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও উপপরিচালকদের সমন্বয়ে টিমগুলো গঠন করা হয়। মঙ্গলবার এ বিষয়ে খাদ্য অধিদপ্তর আদেশ জারি করে।
স্বল্প আয়ের মানুষকে ন্যায্য দরে খাদ্য সহায়তা দিতে ঢাকাসহ সব সিটি করপোরেশন এবং বিভাগীয় ও জেলা শহরে ওএমএস কার্যক্রমের আওতায় চাল ও আটা বিক্রি করা হচ্ছে।
খাদ্য অধিদপ্তরের পরিচালক মাহবুবুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, একটি ভিজিলেন্স টিম প্রতিদিন খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের পরামর্শে কমপক্ষে চারটি ওএমএস বিক্রয় কেন্দ্র (দোকান ও ট্রাকসহ) এবং দুটি বাজার পরিদর্শন করবে। নির্ধারিত ছক মোতাবেক পরিদর্শন প্রতিবেদন পরবর্তী কর্মদিবসের মধ্যেই মহাপরিচালক বরাবর দাখিল করবে। প্রতিটি টিমের সমন্বয়কারীও মাঝে মাঝে ভিজিলেন্স টিমের পরিদর্শনে অংশ নেবেন। এ ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জরুরি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হবে।