বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজস্ব হারাচ্ছে সরকার:ধর্মঘটে দ্বিতীয় দিনেও বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি বন্ধ লালমনিরহাটে জুই হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ- পুলিশের সাথে ধস্তাধস্তি টেন্ডার বাক্স লুটের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন উল্লাপাড়ায় পানি নিষ্কাশনের দাবীতে রাস্তা অবরোধ করে মানববন্ধন আগামী ৭ দিনের মধ্যে হৃদয় এর লাশ পরিবারের নিকট হস্তান্তরের দাবি ভারত থেকে ফল আমদানি বন্ধ দ্বিতীয় ধাপের আখেরী মোনাজাত শেষ,৫৯ তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা ইজতেমা ময়দানে চলছে হেদায়েতি বয়ান,আখেরী মোনাজাত দুপুর ১২ টায় ইজতেমায় আরও দুই মুসল্লীর মৃত্যু

চোখের সামনে পুড়তে দেখেছি কিছুই বলতে পারিনি 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ১২৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

গাজীপুরের কোনাবা‌ড়ি ও কাশিমপুরে সকাল থেকেই বেতন বাড়ানোর দাবীতে বিক্ষোভ শুরু করে পোশাক কারখানার শ্রমিকরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। পরে বাইমাইল সাইনবোর্ড এলাকায় চলন্ত ২টি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিলে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন কারাখানার শ্রমিকরা একত্রিত হয়ে কোনাবাড়ি ও কাশিমপুর এলাকায় বিভিন্ন কারখানায় হামলা চালায়। এসময় জরুন এলাকায় কেয়ানীট কম্পোজিট লিমিটেড কারখানার মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ শ্রমিকরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও আঞ্চলিক সড়ক গুলোতে টায়ারে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করেন তারা।
পু‌লিশ জানায়,সকালে গাজীপুরের কোনাবা‌ড়িতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। সেখানে পু‌লিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় শ্রমিকদের। পরে কোনাবাড়ি বাইমাইল সাইবোর্ড এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটে।
আজমেরী পরিবহনের চালক আজাদ বলেন,যাত্রী নিয়ে ঢাকা থেকে কালিয়াকৈরের দিকে আসছিলাম কোনাবাড়ি বাইমাইল সাইনবোর্ড এলাকায় পৌছা মাত্রই দেখি সামনে ৫ থেকে ৬শ’পোশাক শ্রমিক রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। তাদের মধ্যে থেকে কিছু শ্রমিক গাড়ীর ভিতরে এসে যাত্রীর বের করে দেয়। আমার ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিলো কিছুই নিতে পারিনি। তার আগেই তারা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। চোখের সামনে পুড়তে দেখেছি কিছুই বলতে পারিনি।
ডিবিএল ফায়ারসার্ভিস এর ইন্সপেক্টর মো.মিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থলে এসে দেখি ২টি বাসে আগুন জ্বলছে। তিনি জানান,প্রায় ৩০ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ২ টি বাসের পুরো অংশ পুরে যায়।
র‌্যাব -১ গাজীপুর পোড়াবাড়ি ক‌্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর‌ মো.ইয়া‌সির আরাফাত হোসেন
জানান,পোশাক শ্রমিকরা সংগঠিত হয়ে ওই স্থানে আজমেরী পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাস দুটির আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলে বিপুল সংখ‌্যক পু‌লিশ, র‌্যাব ও বি‌জি‌বি মোতায়েন রয়েছে।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সাইনবোর্ড এলাকায় কিছু দুষ্কৃতিকারী  যানচলাচলে বিঘ্ন সৃষ্টি করছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এরই মধ্যে তারা দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে ডিবিএল ফায়ারসার্ভিস এর ১ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, পুলিশ, র‍্যাব এবং বিজিবি সদস্যরা এসময় সহযোগিতা করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর