মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইউনিয়ন কৃষকদলের আহব্বায়ককে অব্যাহতি কাজিপুরে আ’লীগের মশাল মিছিল; ফেসবুকে ভাইরাল  কুড়িগ্রামে চরাঞ্চল মানুষের আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘সুস্বাস্থ্য’ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের যাত্রা শুরু নাটোরে বিএসটিআই’র অভিযানে তিন বেকারি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার নির্বাচনে নতুন নেতৃত্ব সভাপতি আবু বকর সিদ্দীক,সাধারণ সম্পাদক রনজক রিজভী কাজিপুরে সারে তিন লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস  কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় গ্রামীণ কৃষকের উন্নয়ন শীর্ষক সেমিনার-২০২৫ অনুষ্ঠিত দুদক কর্মকর্তার দুর্নীতি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে- দুদক চেয়ারম্যান কারামুক্ত হলেন সা’দ পন্থী আলেম মুফতি জিয়া বিন কাশেম

জয়পুরহাটে অর্থের বিনিময়ে মামলা প্রত্যাহার প্রতিশ্রুতি

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ / ৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

একটি মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের অর্থ দাবী করার অভিযোগ উঠেছে সাবেক স্ত্রী ও তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিনিয়ত হুমকী ধামকীর স্বীকারও হচ্ছেন বলে অভিযোগ রঞ্জু মিয়া (২৩) নামে এক ভুক্তভোগী যুবকের।

জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার বানচার ভিটা গ্রামের বাসিন্দা আমিনুল ইসলামের ছেলে পেশায় রড মিস্ত্রী রঞ্জু মিয়া জয়পুরহাট সদর উপজেলার পূর্ব পারুলিয়া গ্রামের খোকন মন্ডলের মেয়ে খুরশিদা আক্তার খুশি’র সাথে ২০২০ সালের ১৯ জুলাই প্রেমের সম্পর্কে বিবাহ হয়।

২ মাস ২৬ দিন ঘর সংসার করার পর খুশির বাবা বাদী হয়ে রঞ্জুসহ ৫জনের নামে আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা তৎকালীন জয়পুরহাট সদর থানার এসআই আব্দুস সালাম ৪জনের নাম বাদ দিয়ে শুধু রঞ্জুর নামে আদালতে চার্জশিট দাখিল করেন।

এ অবস্থায় মামলাটি চলমান থাকা অবস্থায় খুশি ও তার বর্তমান স্বামী জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের দেওগ্রামের বাসিন্দা আব্দুল হান্নানের ছেলে খায়রুল ইসলাম মামলা প্রত্যাহারের বিনিময়ে রঞ্জুর কাছ থেকে দেড় থেকে দুই লাখ টাকা দাবী করছেন।

রঞ্জু মিয়া আরো অভিযোগ করে বলেন, জাল সনদে মামুদপুর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের চাকুরী করা খায়রুল ইসলাম ও খুশি বিভিন্ন সময়ে আবারো মামলা কিংবা বড় ধরণের ক্ষতি করার হুমকী ধামকী দিচ্ছেন। যে কারনে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে খুশি ও খায়রুল ইসলাম বলেন-অভিযোগুলো মিথ্যা। এই ধরনের কোন ঘটনা নেই।

এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা তৎকালীন জয়পুরহাট সদর থানার এসআই আব্দুস সালাম বলেন-সেই সময়ে তদন্তে যা পেয়েছি, আদালতে তা জমা দিয়েছি। মামলা আপোশ মিমাংশার বিষয়ে আমি কিছু জানি না।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর