জয় বাংলা স্লোগান দিয়ে প্রিজন ভ্যানে উঠলেন গ্রেফতার ৫ ছাত্রলীগ নেতাকর্মী
বিএনপি’র পার্টি অফিস ভাংচুরের দায়েরকৃত মামলায় লালমনিরহাটের হাতীবান্ধায় পাঁচ ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত ওই ৫ ছাত্রলীগ নেতাকে প্রিজন ভ্যানে করে আদালতে পাঠানো হয়েছে। এ সময় তারা থানার লকাপ থেকে বের হয়ে জয় বাংলা স্লোগান দিতে দিতে প্রিজন ভ্যানে উঠেন। এমনকি থানা চত্তর থেকে প্রিজন ভ্যান বের না হওয়া পর্যন্ত জয় বাংলা স্লোগান দেন তারা।
এর আগে শুক্রবার (০৩ জানুয়ারী ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাতীবান্ধার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সিন্দুর্না ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিফুল খান বাবু, যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম জীবন, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা রুমন ও শাকিল চোপড়া। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় অবস্থিত হামার বাড়ি নামে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়। সেই মামলায় হাতীবান্ধা উপজেলার ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ দিকে একই মামলায় সদর উপজেলার ২ জন, আদিতমারী উপজেলায় ১ ও পাটগ্রাম উপজেলায় ১ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-নবী বলেন, লালমনিরহাট সদর থানায় বিএনপি’র পার্টি অফিস ভাঙচুর মামলায় ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।