কোনাবাড়ী থানার এএসআই রুহুল আমিন জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বিপিএম (বার),পিপিএম (বার) স্যার এর অনুপ্রেরণায় কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন স্যারের নির্দেশনাক্রমে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি। কোনাবাড়ী থানা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, মাদক কারবারিদের গ্রেফতার করে কোনাবাড়ী থানা এলাকা মাদক মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এসময় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গাজীপুর মেট্রোপলিটন অপরাধ(উত্তর) বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ,কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ দিদারুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।