তাড়াশে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ ইউনিয়নের গরিব,অসহায় ও দুস্থ ৭ শত ৬৪ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই ) সকালে তাড়াশ সদর পরিষদ চত্বরে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল শেখ।
এ সময় উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক জাকারিয়া মল্লিক,ইউপি সচিব নির্মল কুমার,ইউপি সদস্য সুলাইমান হোসেন,আকতার হোসেন,বুলন চন্দ্র বসাক,
উষা রানীসহ এলাকার গণ্যমাণ্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান বাবুল শেখ বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের অসহায়, কর্মহীন ও ক্ষতিগ্রস্থ দুস্থ পরিবারের মাঝে ১০কেজি করে ৭শত ৬৪ জনের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।