নোয়াখালীতে সেরা প্রতিষ্ঠান হওয়ায় রাহমানি মাদ্রাসার শিক্ষকদের সম্মাননা প্রদান
নুরানী তালিমুল কোরআন বোর্ডে ২০২৩ সালে তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষায় নোয়াখালী জেলার সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়া চর পার্বতী রহমানিয়া মাদ্রাসার পক্ষ থেকে প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারী কে সম্মানা স্মারক ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়৷
মঙ্গলবার সকালে চরপার্বতী ইউনিয়নে আসলাম মাষ্টার বাডির দরজায় রহমানিয়া মাদ্রাসা এই সম্মানা স্মারক প্রদান করা হয়৷
প্রতিষ্ঠানটির মোহতামিম হাফেজ মোঃ ইয়াসিনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক হাফেজ মোঃ মামুনুর রশীদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন রহমানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আবদুল হালিম, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ নুরুন নবী, মাষ্টার আবদুল হাকিম বিএসসি ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এতে উপস্থিত ছিলেন৷
এসময় বিশেষ বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন কদমতলা মদিনাতুল উলুম নুরইয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি ইসমাইল হোসেন৷
এসময় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মরহুম আসলাম মাষ্টার সহ প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলের মাগফেরাত ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়৷ দোয়া পরিচালনা করেন মাওলানা এনায়েত উল্ল্যাহ।।