মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সুজানগরে ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর করলেন বিএনপির নেতারা যশোরের শার্শা মূল্য তালিকা না থাকায়’৪ দোকানদার কে জরিমানা ভাঙ্গুড়ায় মাসব্যাপী ইফতার আয়োজন গন অধিকার পরিষদের ভালুকায় পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারার জের ধরে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর  দূর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর গাজীপুর নগরীতে গত ২৪ ঘন্টায় ডেবিল হান্ট অভিযানে গ্রেফতার-৫৮ ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন উৎপাদন ব্যয় কমাবে যান্ত্রিক কৃষি, সমলয় ধান চাষ উদ্বোধন অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক  ডেবিল হান্ট অভিযানে গাজীপুর নগরীতে গ্রেফতার-১৪ গাজীপুরে মহাসড়কে ছিনতাইয়ের চেষ্টা, সেনাবাহিনীর হাতে আটক ৩

পাথরঘাটায় উপজেলা পরিষদে ১ ঘন্টার জন্য প্রতীকী উপজেলা নির্বাহী কর্মকর্তা হলেন তাসনিয়া মৌলি

মোঃ খাইরুল ইসলাম মুন্না, বরগুনা: / ২০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২ অক্টোবর, ২০২২

বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদে ১ ঘন্টার জন্য প্রতীকী উপজেলা নির্বাহী কর্মকর্তা হলেন তাসনিয়া মৌলি নামে এক স্কুল ছাত্রী। পাথরঘাটা উপজেলাকে নারীবান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতারোধে সুপারিশমালা তুলে ধরেন প্রতীকী দায়িত্ব পাওয়া ওই উপজেলা নির্বাহী কর্মকর্তা।

রবিবার (০২ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের কাছ থেকে ১ ঘন্টার জন্য দায়িত্ব বুঝে নেন ওই স্কুল ঐ ছাত্রী ।

জানা যায়, প্রতীকী উপজেলা নির্বাহী কর্মকর্তা হওয়া স্কুল ছাত্রী পাথরঘাটা তাসলিমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যায়লের ৯ম শ্রেনীর ছাত্রী এবং সে ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ) উপজেলা শাখার সাধারণ সম্পাদক।
কন্যা শিশু দিবস উপলক্ষে নারী ক্ষমতায়নের জন্য বেসরকারী সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ) উদ্যোগ এ কার্যক্রম শুরু হয়। পরে প্রতীকী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও নিপীড়নসহ নারী সহিংসতারোধে উপস্থিত অতিথিবৃন্দরা আলোচনা করেন। এছাড়াও পাথরঘাটায় শিশুদের জন্য একটি শিশু পার্ক, পাথরঘাটার নিলীমা পয়েন্টে একটি ইকোপার্ক স্থাপনের প্রস্তাব দেন। প্রতীকী দায়িত্ব পাওয়া চেয়ারম্যান ওই স্কুল ছাত্রীর সুপারিশসমূহ আমলে নেয়ার আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার বলেন, নারীর অবদান এখন দেশের গুরুত্বপূর্ণ স্থানে।
আজ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে নারীরা। আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। আমরা নারী বান্ধব উপজেলা ও নারীর সংহিংসতা রোধে কাজ করবো এবং স্কুল ছাত্রীর সকল সুপারিশ আমরা বাস্তববায়ন করার চেষ্টা করবো।

এনসিটিএফ পাথরঘাটা সভাপতি শোয়েব তাসিনের সভাপতিত্ব ও এনসিটিএফ সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নিহানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, সহযোগী সংস্থা কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট সিবিডিপি’র নির্বাহী পরিচালক মো: জাকির হোসেন মিরাজ। বাবু লাল ঘোষ নাজির পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পাথরঘাটা, আমিন সোহেল প্রথম আলো প্রতিনিধি, পাথরঘাটা, সোয়েব তাসিন সভাপতি পাথরঘাটা উপজেলা এনসিটিএফ, সাবাইরা শ্রেষ্ঠা জামান সাবেক সাধারণ সম্পাদক , পাথরঘাটা উপজেলা এনসিটিএফ, খায়রুল ইসলাম মুন্না সভাপতি বেতাগী উপজেলা এনসিটিএফ সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসন মিরাজ, ওয়াই মুভস প্রকল্পের কমকর্তা মোহাম্মদ মেজবাহ উদ্দিন প্রমুখ।

শিশু নির্যাতন, বাল্যবিয়ে ও নারী নির্যাতনের মতো ঘটনা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে অর্পি। উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে সে বলে, ‘এ উপজেলার উন্নয়নই আমার স্বপ্ন। আমি নিজেই একজন শিশু। কিন্তু আমি এত বড় একটি দায়িত্ব পেয়েছি, সেজন্য গর্ববোধ করছি। দিনটি তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর