বাউফলে সেই অজ্ঞাত নারীর লাশ শনাক্ত, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের এক বিদ্যালয়ে অজ্ঞাত পরিচয়ে পাওয়া সেই নারীর লাশ শনাক্ত করা হয়েছে। স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন স্বজনরা। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।নিহত সিমা বেগম (৪০) বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের বাহির দাসপাড়া গ্রামের রাসেল মাতুব্বরের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
নিহত সিমা বেগমের মা রিনা বেগম জানান,নিজ জেলা নোয়াখালী হলেও দীর্ঘদিন ধরে ঢাকার দক্ষিণ মুসুন্দী ২১৮ লালমোহন সাইষ্ঠি বসবাস করতেন। তিনি জানান, প্রায় দুই বছরের পূর্বে সিমার সাথে রাসেলের সামাজিক ভাবে ধুমধাম করে বিয়ে দেয়া হয়। সিমার মায়ের অভিযোগ তখন থেকেই তার মেয়েকে বিভিন্নভাবে শারিরীক ও মানসিক নির্যাতন করে আসছিল। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন রাসেল এর আগেও আরো দুইটি বিয়ে করেছেন। যার কারণে তাদের গ্রামের বাড়ি বাউফলে আসতে দেইনি মেয়েকে। পরে কিছুদিন নযেতে না যেতেই রাসেল আরেকটা বিয়ে করে। এদিকে মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলি গত রোববার ফোন করে নিয়ে আসে বাউফলে।
হঠাৎ সোমবার দিন রাত ১২টায় বাউফল থানা থেকে পুলিশ জানালো আমাদের মেয়ের কথা। ঢাকা থেকে থানায় এসে দেখি আমাদের মেয়ের লাশ। মেয়ে হত্যার বিচার দাবী করছেন পরিবারের স্বজনরা । ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ঘাতক সিমার স্বামী রাসেল। এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ আল-মামুন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা থানায় আছেন। এব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য, সোমবার (৩ অক্টোবর) বিকেল ৪ টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের নারাইনপাশা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলার সিঁড়ির ঘর থেকে বাউফল থানা পুলিশ লাশটি উদ্ধার করেন।