বাণিজ্য ও বিনিয়োগে জাপানের সঙ্গে ৩ সমঝোতা স্মারক স্বাক্ষর
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/07/Screenshot_6-10-700x390.jpg)
বাংলাদেশ ও জাপান দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে তিনটি চুক্তি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। রোববার রাজধানীর একটি হোটেলে “বাংলাদেশের শিল্পের উন্নতিকল্পে আগামী ৫০ বছরে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক” শীর্ষক দিনব্যাপী শীর্ষ সম্মেলনে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), এবং ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।
বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক জোন লিমিটেড (বিএসইজেড লিমিটেড) বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ কোম্পানি বাংলাদেশ আইআরআইএস কো. লিমিটেড-এর সঙ্গে শিশুশিক্ষা উন্নয়নে শিক্ষা উন্নয়নে ফেজ-২ বিএসইজেড-এর ভেতরে শিশুদের জন্য জমি ক্রয় এবং জমি ব্যবহারের অধিকার বিষয়ে প্রথম এমওইউটি স্বাক্ষর করে। গত বছরের ডিসেম্বরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি উদ্যোক্তাদের জন্য একটি পৃথক অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করা হয়।
বিএসইজেড এলাকার কাছাকাছি বসবাসরত স্কুলগামী শিশুদের শিক্ষার সুযোগ দিতে বিএসইজেড লিমিটেড ব্র্যাক কুমন লিমিটেডের সঙ্গে দ্বিতীয় সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেছে। পারস্পরিক সহযোগিতা উন্নয়ন ও বাণিজ্য তথ্য বিনিময়ে সহযোগিতার লক্ষ্যে এবং কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গ্যানাইজেশন (জেট্রো)’র সঙ্গে তৃতীয় সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেছে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।