বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও উদ্বুদ্ধকরণে মিলন মেলা অনুষ্ঠিত
“মেয়ে আমার অহংকার, ১৮’র আগে বিয়ে নয়, এই আমার অঙ্গীকার এ শ্লোগান নিয়ে-বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও উদ্বুদ্ধকরণে মিলন মেলা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৯ নভেম্বর) সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়াহরিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছাতিয়ানতলী পল্লীসমাজের আয়োজনে উক্ত অনুষ্ঠানে পিএস সভাপ্রধান মিনা খাতুনের সভাপতিত্বে উক্ত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রেখা খাতুন। সমাজসেবক আব্দুস ছালাম মিলনমেলা পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির এসোসিয়েট অফিসার মাসুদ রানা।
অনুষ্ঠানে যে সকল খেলাধূলার আয়োজন করা হয় তার মধ্যে হলো :- রচনা প্রতিযোগিতা,বালিশ পাসিং, ঝুড়িতে বল নিক্ষেপ, কুইজ প্রতিযোগিতা, বাল্য বিয়ে প্রতিরোধে লাল কার্ড প্রদর্শনী।পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।