বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

বিকেল ৪টার পর জুয়ারিকে আদালতে প্রেরণের সাথে সাথেই জামিন, এভাবে জুয়া নির্মূল করা সম্ভব না- কুড়িগ্রাম সদর থানার ওসি 

বুলবুল ইসলাম,কুুুড়িগ্রাম জেলা প্রতিনিধি: / ১৪৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩

কুড়িগ্রাম সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ফোর্দী, গুটি, ডাবু, নগদ টাকা, তিনটি মোটরসাইকেলসহ পেশাদার জুয়ারিদের আটক করেছে সদর থানা পুলিশ।

গত সোমবার (৯জানুয়ারী) গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল ৪ ঘটিকার পর তাদের জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গভীর রাতে তাদের সদরের হলোখানা ইউনিয়নের চর সারডোবের ধরলা নদীর অববাহিকায় গভীর রাতে জুয়া খেলার সময় ওই এলাকার মৃত আবু তালেবের ছেলে অলিউর রহমান (৪২), জয়নাল আবেদীনের ছেলে আবু বক্কর (২৭) ও ফুলবাড়ী উপজেলার আবুল কালামের ছেলে মিজানুর রহমানকে আটক করা হয়েছে। অপরদিকে সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের কুড়ার পাড় (ফাঁকা জায়গা) থেকে রাত্রিবেলা জুয়া খেলার সময় আব্দুল হকের ছেলে মানিক মিয়া ও নাগেশ্বরী উপজেলার ভসুটারি গ্রামের ফজর আলীর ছেলে মাইদুল ইসলামকেও আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ফোর্দী, গুটি, ডাবু টাকা ও তিনটি মোটরসাইকেল আটক আটক করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, এই জুয়ারিরা সীমান্তবর্তী এলাকাগুলোয় গভীর রাতে জুয়া খেলে। এছাড়াও তারা দুর্গম চরাঞ্চলে নিয়মিত জুয়া খেলে আসছে যেখানে পুলিশ যেতে পারে না। তার পরেও অনেক কষ্ট করে তাদের গ্রেফতার করেছি। কিন্তু বিকেল ৪ ঘটিকার পর জুয়ারিকে থানা থেকে আদালতে প্রেরণ পরেও  আসামি মুক্তি পেলে অপরাধীদের সাহস আরো বেড়ে যায়। এরকম হলে পুলিশের পক্ষে জুয়া খেলা বন্ধ করা সম্ভব না ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর