বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন উল্লাপাড়ায় পানি নিষ্কাশনের দাবীতে রাস্তা অবরোধ করে মানববন্ধন আগামী ৭ দিনের মধ্যে হৃদয় এর লাশ পরিবারের নিকট হস্তান্তরের দাবি ভারত থেকে ফল আমদানি বন্ধ দ্বিতীয় ধাপের আখেরী মোনাজাত শেষ,৫৯ তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা ইজতেমা ময়দানে চলছে হেদায়েতি বয়ান,আখেরী মোনাজাত দুপুর ১২ টায় ইজতেমায় আরও দুই মুসল্লীর মৃত্যু ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো সব জায়গায় রয়ে গেছে,কারামুক্ত মাওলানা মহিবুল্লাহ ভাঙ্গুড়ায় ট্যাপেন্টডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জয়পুরহাটে অর্ধেক দামে পিয়াজ আলু বিক্রি, উপকৃত সাধারণ মানুষ

বেতাগীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আ: মালেকের দাফন সম্পন্ন

রিপোর্টারের নাম : / ৮২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

 বেতাগী (বরগুনা) প্রতিনিধি : রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সিকদারের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সকাল ১০ টায় একই ইউনিয়নের ফুলতলা বিকাশ মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সিকদার (৭৯) দাফনের আগে বেতাগী থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমদ,বেতাগী বেতাগী খানার অফিসার ইনচার্জ মো: মাহাবুব রহমান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলাা পরিষদ চেযারম্যান মাকসুদুর রহমান ফেরকান, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সিকদার, রেজাউল করিম করিম ফারুক, ফরিদ উদ্দিন গাজী, আব্দুল খালেক মিনা সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে তার স্ত্রী নুরু নেছা (৬৫) সোমবার (১১ ডিসেম্বর) সকালে মারা যায়। স্ত্রী হারানোর শোক সইতে না পেরে মৃত্যুশোকে এর চব্বিশ ঘন্টার মাথায় স্বামী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সিকদারের মর্মান্তিক মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে তিনি ফুলতলা গ্রামের নিজ বাসভবনে বিকেল ৪.৩০ মিনিটে অসুস্থ হয়ে পড়েন।

পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি ৩ সন্তান রেখে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর