মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইউনিয়ন কৃষকদলের আহব্বায়ককে অব্যাহতি কাজিপুরে আ’লীগের মশাল মিছিল; ফেসবুকে ভাইরাল  কুড়িগ্রামে চরাঞ্চল মানুষের আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘সুস্বাস্থ্য’ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের যাত্রা শুরু নাটোরে বিএসটিআই’র অভিযানে তিন বেকারি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার নির্বাচনে নতুন নেতৃত্ব সভাপতি আবু বকর সিদ্দীক,সাধারণ সম্পাদক রনজক রিজভী কাজিপুরে সারে তিন লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস  কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় গ্রামীণ কৃষকের উন্নয়ন শীর্ষক সেমিনার-২০২৫ অনুষ্ঠিত দুদক কর্মকর্তার দুর্নীতি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে- দুদক চেয়ারম্যান কারামুক্ত হলেন সা’দ পন্থী আলেম মুফতি জিয়া বিন কাশেম

বেনাপোলে বৃষ্টিতে বেড়েছে সবজির দাম

রিপোর্টারের নাম : / ৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছে। বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে, বেনাপোল বাজারে কমেছে সবজির সরবরাহ । ফলে দামে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। একটি-দুটি সবজি ছাড়া ব্যবধানে প্রায় সব সবজিরই দাম কেজিতে ২০-৪০ টাকা পর্যন্ত বেড়েছেবেনাপোলে বৃষ্টিতে বেড়েছে সবজির দাম।

আজ শনিবার ২৮সেপ্টেম্বর বেনাপোল বড় বাজার, ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্রই পাওয়া গেল। অন্য দিকে বাজারে আসা নতুন মৌসুমি সবজির দামও অনেক চড়া।
বড় বাজার ঘুরে দেখা গেছে, সবজির ডালি সাজিয়ে বসে আছেন বিক্রেতা। হরেক রকমের সবজিতে ভরপুর কাঁচা বাজার। গত সপ্তাহের তুলনায় কিছু পণ্যেও দামের রদবদল দেখা গেছে। বাজারের অধিকাংশ সবজির দাম উর্ধমুখী। সবজির দাম তুলনামূলক বেশি থাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ক্রেতাদের মাঝে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে। এছাড়া প্রতিকেজি কাঁচা মরিচ ২৮০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কচুরমুখি ৬০ টাকা, আমড়া ৫০ টাকা, পুঁইশাক ৩৫ টাকা, কলা ৬০ টাকা, পটল ৬০ টাকা, উস্তে ১০০ থেকে ১২০ টাকা, পেঁয়াজ ১১০-১১৫ টাকা, রসুন ২২০ থেকে ২৪০ টাকা, শুকনো মরিচ ৪৫০ থেকে ৫০০ টাকা, আলু ৫০-৫৫ টাকা, লাউ ৬০ টাকা(পিচ), বেগুন ১৫০ টাকা, ঢেঁড়শ ৭০ টাকা, টমেটো ১৩০ টাকা, গাজর ১৭০ টাকা, শশা ৫০ টাকা, লাল শাক ২৫ টাকা( আটি), পালন শাক ৪০ টাকা(আটি), মেচড়ি ১০০ টাকা, কুশি ৭০ টাকা, ক্যাপসিক্যাপ ৩৫০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে ডিম ৬০ টাকা হালি, প্রতিকেজি গরুর মাংস ৭শ টাকা, ছাগলের মাংস ১ হাজার ৫০ থেকে ১১শ ৫০ টাকা, জাত ভেদে মুরগির মাংস ২৭০ থেকে ৩৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বড় বাজারের কাঁচামাল বিক্রেতা হযরত আলী বলেন, দুই এক দিনের ব্যবধানে বেগুনরে দাম ডাবল হয়ে গেছে। অনেক সবজির দাম বেড়েছে। মোকামে সবজির আমদানি কম। বর্ষা, বন্যায় সবজির ক্ষেত, সবজি নষ্ট হয়ে যাচ্ছে। কাঁচা মালের সরবরাহ কম থাকলে দাম বাড়ে। বৃষ্টির কারণে এখন পাইকারি কম মাল কিনে বিক্রি করে ফেলতে হচ্ছে।

তামিম সবুজ নামে এক ক্রেতা জানান , দুই /তিন দিনের ব্যবধানে কিছু সবজির দাম অনেক বেড়েছে। বেগুন, শিম ঝালসহ কয়েকটা কাঁচা সবজির দাম বাড়তি। নতুন তরকারি উঠলে সেটার দাম সবার কেনার সাধ্যের মধ্যে থাকছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর