বেলকুচিতে জেল- জরিমানা করেও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের মেহেন নগর এলাকার হাওড়া ভবনের পাশে যমুনা নদী থেকে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর-২০২২) অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় বাল্ক হেডে সহ ১১ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল-জরিমানা করার ২৪ ঘন্টা না অতিবাহিত না হতেই আবারো একই স্থানে অবৈধভাবে উত্তোলনের মহা উৎসবে মেতে উঠেছে একদল বালু খেকো ভূমিদস্যু।
এ যেন কোন কিছুতেই থামছে না এই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন। বালু উত্তোলন বন্ধ করতে এলাকা বাসী একাধিকবার কর্তৃপক্ষের কাছে দিয়েছে লিখিত অভিযোগ।
প্রভাবশালীদের অবৈধ বালু উত্তোলন ফলে এই এলাকার বিভিন্ন আবাদি জমি, স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান বিলীন হয়ে গিয়াছে যমুনা নদীর গর্ভে। মেহেনগর এলাকার মোতাহার বলেন, যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে তারা অত্যন্ত প্রভাবশালী, যে কারণে জরিমানা কারাগারে গেলেও আবারও একই স্থান হতে বালু উত্তোলনে মরিয়া হয়ে ওঠেছে। এ যেন প্রশাসনের হাত থেকেও অধিক শক্তিশালী তারা।
এ ব্যাপারে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান বলেন, আমি অভিযোগটি পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে খুব দ্রুতই। গত বৃহস্পতিবারে অবৈধভাবে উত্তোলনের সময় ১১ জনকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে। আগামীতেও এরকম ভাবে অবৈধ বালু উত্তোলন করে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনায়েতপুর থানার ওসি মোঃ আনিছুর রহমান বলেন, আগে কখনো কেউ অভিযোগ করেনি এইমাত্র অভিযোগ পেলাম তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনগত ব্যবস্থা নিব।
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ মোবারক হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন কেউ করতে পারবে না। কেউ বালু উত্তোলন করে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা আমাকে জানালেন আমি উপজেলা নির্বাহী অফিসার কে ব্যবস্থা নিতে বলে দিচ্ছি।