ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে ৩ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/10/received_868069964489366-700x390.jpeg)
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ ব্র্যাক মাইগ্রেশন ও রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার, সিরাজগঞ্জের অধীনে ক্লাইমেট ব্রীজ ফান্ড (CBF) এবং কেএফডব্লিউ ( KFW) এর অর্থায়নে বাস্তবায়িত ” Strengthening Economic Recovery Capacity of Climate – Vulnerable New-Poor, Especially Returnee Migrants Impacted by COVID-19″ প্রকল্পের ৩ দিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ব্র্যাক লার্নিং সেন্টার, বগুড়াতে- বৃহস্পতিবার ১৯ অক্টোবর -২০২৩ খ্রীঃ সমাপনী দিনে অনুষ্ঠিত প্রশিক্ষণটি পরিচালনা করেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সিরাজগঞ্জের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর হামিদা আহসান এবং সেক্টর স্পেশালিস্ট সাইকোসোশ্যাল কাউন্সেলর শাওন রয়।
উক্ত ৩ দিন প্রশিক্ষণে বিদেশ ফেরত অভিবাসীদের আত্মকর্মসংস্থান, ব্যবসা উদ্যোগ, উপযুক্ত ব্যবসা নির্বাচন, দক্ষ উদ্যোক্তার গুণাবলী, ব্যবসায়িক হিসাব-নিকাশ, পণ্য বাজারজাতকরণ ও ব্যবসা সম্প্রসারণের বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। তিনদিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ পত্র তুলে দেওয়ার মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করা হয়।