বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ

বয়স হয়েছে এখন অবসরে যান-জাহাঙ্গীর আলম

স্টাফ রিপোর্টারঃ / ৮৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

বয়স হয়েছে এখন অবসরে চলে যান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে (এমপি) উদ্দেশ্যে করে একথা বলেন, গাজীপুর সিটি করপোরেশন এর সাবেক মেয়র এ্যাড.জাহাঙ্গীর আলম। তিনি আজ সকালে গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম রাসেলের সমর্থনে কাশিমপুরের শিবরামপুর এলাকায় গণসংযোগ ও পথসভায় এসে এ কথা বলেন। তিনি বলেন,১৫ বছর ধরে ক্ষমতায় আছেন এই এলাকার জনগণের জন্য কি করেছেন?এবার তরুণদের কাজ করার সুযোগ করে দিয়ে চলে যান।

জাহাঙ্গীর আলম আরো বলেন,আপনি (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী) ৫০ বছর ধরে গাজীপুরে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করে আসছেন। গাজীপুর জেলা আ.লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এই ৫০ বছরে গাজীপুরে একটি আ.লীগের পার্টি অফিস করতে পারেন নাই। না পারলেন দলের জন্যে কিছু করতে না পারলেন সাধারণ মানুষের জন্য কিছু করতে। বিগত ১৫ বছরে কাশিমপুরে একটি রাস্তা ঘাট করলেননা। উল্টো আমি দায়িত্বে থাকা কালে ৬০ ফিট রাস্তার কাজ আপনি ২৪ ফিট করে উদ্বোধন করেছেন।

কর্মী সমর্থক ও ভোটারদের উদ্দেশ্য করে জাহাঙ্গীর আলম বলেন,আপনারা আর ভয় করবেননা। যদি
কেউ ভয়ভীতি দেখায় বা হুমকি দেয় তাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার রেখে দিবেন। পরে যা করা লাগে আমি করবো। পুলিশ প্রশাসনের উদ্দেশ্য তিনি বলেন, অযথা হয়রানি করবেননা। যদি রেজাউল করিম রাসেলের একজন কর্মী সমর্থক এবং ভোটারদের পুলিশি হয়রানি করা হয়
তাহলে ওই পুলিশ সদস্যের তাৎক্ষণিক বদলির ব্যবস্থা করবো। শুধু ওই পুলিশ সদস্যপর ছবি মোবাইল নাম্বার অথবা কল রেকর্ড রেখে দিবেন।

সাবেক এই মেয়র বলেন,গাজীপুর-১,২ এবং ৫
এই তিনটি আসনে নৌকার বিরুদ্ধে নয় ব্যক্তির
বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন দিয়েছি।

গণসংযোগে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী মো রেজাউল করিম রাসেল, কাশিমপুর থানার নির্বাচনী সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক আশরাফুল আলম আসকর,ছাত্রলীগ নেতা সোলায়মান হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর