বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় টিসিবির পণ্য বিতরণ

মোঃ আব্দুল আজিজ, স্টাফ রিপোর্টার: / ১৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

পাবনার ভাঙ্গুড়ার মন্ডতোষ ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়েছে।

রবিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টা হতে দুপুর ৩ টা পর্যন্ত পাবনার জেলার ভাঙ্গুড়া উপজেলার ৬ নং মন্ডতোষ ইউনিয়নের বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১জন ডিলারের মাধ্যমে মোট ৪৪১টি কার্ড ধারী পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়।

পণ্যগুলো হলো সয়াবিন তৈল-২ লিটার,মসুর ডাল-২ কেজি এবং এবং চিনি-১ কেজি যার মূল্য ৪২০ টাকা।

পণ্য বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন ৬ নং মন্ডতোষ ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেন এবং বলেন, ‘বর্তমান সরকার জন বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব এবং মেহনতী মানুষের জন্য ভুর্তুগি দিয়ে অত্যন্ত কম মূল্যে এ পণ্য মানুষের দ্বারে দ্বারে পৌছানোর ব্যবস্থা করছেন এবং তিনি গরীব এবং মেহনতী মানুষের সাথে সুখে দুঃখে আছেন এবং থাকবেন।

তিনি আরও বলেন, আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা সবাই দোয়া করবেন মহান আল্লাহ যেন উনাকে দীর্ঘায়ূ করেন।

এসময় উপস্থিত ছিলেন ভাই বোন এন্টার প্রাইজ এর প্রোপ্রাইটর মোঃ আজাদ খাঁন,যুবনেতা আলাল উদ্দিন অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর