ভাঙ্গুড়ায় প্রজন্ম-২৪ সংগঠনের উদ্যোগে শতাধিক বৃক্ষ রোপন
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় সামাজিক সম্প্রতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, পিকনিক এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পুকুরপাড় উদয় সংঘ ক্লাব চত্বরে প্রজন্ম-২৪ খানমরিচ পরিবারের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী, পুকুরপাড় উদয় সংঘের সভাপতি আব্দুস সালাম ফকির, প্রজন্ম-২৪ এর সাধারণ সম্পাদক তুষার আহমেদ, উপদেষ্টা আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম, উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাওছার আহমেদ রুপম, ইউপি সদস্য আশরাফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে খানমরিচ ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন শেষে সন্ধ্যায় দোহারী গ্রাম ব্রীজ সংলগ্ন এলাকায় পিকনিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।