ভাঙ্গুড়ায় যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মোঃ আব্দুল আজিজ,ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ১১ ই নভেম্বর আওয়ামী যুবলীগ এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় ভাঙ্গুড়া উপজেলা কার্যালয়ে অস্হায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিকাল সাড়ে পাঁচটায় পাবনা-৩ এর সংসদ সদস্যের সরদার পাড়ার নিজ বাড়িতে আলোচনা সভা অনুষ্টিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ এর সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ গোলাম হাসনাইন রাসেল,ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন ছবি, সহ-সভাপতি মোঃ রমজান আলী খান,যুন্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ খান, ইবনুল হাসান শাকিল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মোঃ গোলাম মুর্তজা সুজন, যুগ্ম আহব্বায়ক মোঃ শামীম হোসেন আরিফ যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান তারেক,সুমন আলী, প্রভাষক হেলাল উদ্দিন খান, জুয়েল, হামিদুল ফারুক আহম্মেদ, জাহাঙ্গীর আলম সম্রাট,রিপন সরকার, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুল ইসলাম বিপ্লবসহ ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার আওয়ামী যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও কেক কাটা হয়।